X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দাড়ি রাখতে পারবেন না ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪১

দাড়ি রাখতে পারবেন না ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা ভারতীয় বিমানবাহিনীর কোনও কর্মকর্তা, জওয়ান দাড়ি রাখতে পারবেন না এবং দাড়ি রাখা কোনও মৌলিক অধিকার নয়। বিমানবাহিনীর সব ধর্মালম্বীকেই এ সিদ্ধান্ত মেনে চলতে হবে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দাড়ি রাখায় বরখাস্ত হওয়া এক মুসলিম সেনার আবেদন খারিজ করে এ নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ।

লম্বা দাড়ি রাখায় ২০০৮ সালে ভারতীয় বিমানবাহিনীর সেনা আনসারি আফতাবকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে আনসারি আফতাবের দাবি ছিল, শিখ ধর্মালম্বীদের যদি বাহিনীতে পাগড়ি পরার অধিকার থাকে মুসলিমদেরও দাড়ি রাখার অধিকার দেওয়া হোক। একই দাবি জানিয়ে ওই বছরই বিমানবাহিনীর আরও দুই সেনা মামলা করেছিলেন।

মামলার শুনানিতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়,  মুসলিম ধর্মালম্বী সব মানুষ দাড়ি রাখেন না। দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না। দাড়ি রাখাটা তাদের শখের ব্যাপার। ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে।

ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি জানান, তারা চান না সংখ্যালঘু মানুষ  কোনও কারণে বঞ্চিত হোন। যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়। সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল বৃহস্পতিবার। আদালতের মতে, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে টেনে আনা যাবে না।

অবশ্য ২০০৩ সাল থেকে কার্যকর হওয়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত চুল, দাড়ি ও পাগড়ি পরার বিধানে বলা হয়েছে, ২০০২ সালের ১ জানুয়ারির আগে যেসব মুসলিম সেনার বাহিনীতে যোগদানের সময় দাড়ি ও গোঁফ ছিল তারাই শুধু তা রাখতে পারবেন। আর যাদের দাড়ি-গোঁফ যোগদানের পরে বড় হয়েছে তাদের দাড়ি কেটে ফেলতে হবে। গোঁফ রাখতে পারবেন তবে তা আধুনিক আকারের হতে হবে। সূত্র: আনন্দবাজার।

/এএ/

সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন