X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রয়োজনে পুরনো নোট ব্যবহারের অনুমতি দেওয়া উচিত: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১২:২০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১২:২২
image

ভারতের সুপ্রিম কোর্ট ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্তই ছিল পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করার শেষ দিন। এর পর থেকে দেশের কোথাও পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করা যাবে না। কিন্তু, সেই সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্র সরকারকে পরামর্শ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। জরুরি প্রয়োজনে মানুষকে পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত বলে মত সুপ্রিম কোর্টের।
চলতি বছরের ৮ নভেম্বর রাতে হঠাৎ করেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে নোট বদলের জন্য ব্যাংকে দীর্ঘ লাইন দেখা যায়। আবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও অর্থ উত্তোলনের পরিমাণের উপর সীমা আরোপ করা হয়। অভিযোগ রয়েছে, ওই সীমিত পরিমাণ অর্থও তোলা যাচ্ছে না ব্যাংক ও  এটিএম থেকে।
সীমা বেঁধে দেওয়ার পরও কেন পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছে না সাধারাণ মানুষ? এ নিয়ে ভারতের কেন্দ্র সরকারকে প্রশ্নবিদ্ধ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ।
সম্প্রতি বিভিন্ন স্থান থেকে জালনোটের পাশাপাশি প্রচুর পরিমাণে কালো টাকা উদ্ধার করা হচ্ছে। জালনোট ও কালোটাকা উদ্ধারের পরিমাণকে নজরে রেখে বিচারপতিরা বলেন, ‘দেশের কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। আবার অন্যদিকে, নতুন নোটের জন্য নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।’
পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান দিতে না পারার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। আর এজন্য প্রয়োজনে পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের সময়সীমা বর্ধিত করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট। চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে এই নোট ব্যবহার করতে নেওয়া উচিত বলে মত দিয়েছেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারাল মুকুল রোহাতগি বলেন, ‘সাধারণ মানুষ সাময়িক অসুবিধায় পড়েছে, তবে খুব শিগগির টাকার সমস্যা মিটে যাবে।’ তবে বাতিল নোট ব্যবহার করার জন্য সুপ্রিম কোর্ট যেন কোনও অন্তর্বর্তীকালীন আদেশ না দেন, সেই আবেদন করেন তিনি। 

অ্যাটর্নি জেনারাল আরও বলেন, ‘কোর্ট যদি পুরনো নোট ব্যবহার করার নির্দেশ দেন, তাহলে বিভিন্ন অ্যাকাউন্টে আবার কালো টাকা জমা দেওয়া শুরু হয়ে যাবে।’ কোর্টের নির্দেশে আবারও কালো টাকা সাদা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের অ্যাকাউন্ট থেকে কীভাবে বিপুল পরিমাণ নতুন নোট পাওয়া যাচ্ছে, তা জানতে চান বিচারপতিরা। বিভিন্ন ব্যাংকের শাখায় টাকা পৌঁছে দিতে সরকার কী নীতি নিয়েছে, তাও অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান সুপ্রিম কোর্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।  

/এসএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা