X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের আবাস হতে যাচ্ছে হিটলারের জন্মস্থান

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬
image





প্রতিবন্ধীদের আবাস হতে যাচ্ছে হিটলারের জন্মস্থান বিশ শতকে উগ্র জার্মান জাতীয়তাবাদের আচ্ছন্নতায় যিনি ফ্যাসিবাদী নৃশংসতার এক ভয়াবহ নজির স্থাপন করেছিলেন, সেই এডলফ হিটলারের জন্মবাড়িটি প্রতিবন্ধীদের বাসস্থানে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই সিদ্ধান্তের খবরটি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছিল, পার্লামেন্টের এমপিরা ওই বাড়িটি জব্দ করার পক্ষে ভোট দিয়েছেন। অস্ট্রিয়ার সরকারকে বাড়িটি জব্দ করার ক্ষমতা দিয়ে আইন পাস করার পরদিন এই ঘোষণা এল।


শান্তির পক্ষের মানুষদের কারও কারও আশঙ্কা, নব্য-নাৎসিদের তীর্থস্থানে পরিণত হতে পারের হিটলারের জন্মভিটে। তা ঠেকাতে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার দাবিও রয়েছে দীর্ঘদিন ধরে রয়েছে। খোদ দেশটির স্বরা্ষ্ট্রমন্ত্রী ওয়েফগ্যাং সবোতকা এই দাবির পক্ষে ছিলেন। তবে কেউ কেউ মনে করেন, বাড়িটি ভেঙে ফেললে বিলুপ্ত হবে অস্ট্রিয়ায় নাৎসী ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাড়িটির বর্তমান মালিক গার্লিন্ডে পোমার বরাবরই এটি বিক্রি বা সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
বিবিসির খবর অনুযায়ী, শেষ পর্যন্ত বৃহস্পতিবার ব্রাউনাউয়ের মেয়র ইয়োহানেস ওয়েইবাচা এবং প্রাদেশিক গভর্নর ইয়োজেফ পিউরিঙ্গার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সবোতকা বৈঠক করে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে এই তিন কর্মকর্তা জানান, “জীবনের একটি সত্য বার্তা” স্বপক্ষে এবং “হিটলারের অপরাধের বিরুদ্ধে একটি সুস্পষ্ট প্রতীক” হিসেবে এটি সংরক্ষণের পক্ষে তারা দাঁড়িয়েছেন। ইতিহাসে চোখ ফেরালে জানা যায়, ১৮৮৯ সালের এপ্রিলে জার্মান সীমান্তের ছোট্ট অস্ট্রীয় শহর ব্রাউনাউ অ্যাম ইন-এর এই তিনতলা বাড়ির সবচেয়ে উপরের তলায় একটি ভাড়া-কক্ষে জন্ম হয় হিটলারের। গভর্নর পিউরিঙ্গার মনে করেন, নাৎসি একনায়কের সেই জন্ম-ঘরটি ধ্বংস করলে ‘ইতিহাসের একটি অংশকে ছিন্ন’ করার অভিযোগ জোড়ালো হবে।
এর আগে রাশিয়ার একজন এমপি বাড়িটি কিনে নিয়ে তা ধ্বংস করে ফেলার প্রস্তাব দিলেও বাড়ির মালিক পোমার বিক্রি করতে রাজি না হওয়া ওই উদ্যোগ ব্যর্থ হয়। কোনও এক সময় একটি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান এই বাড়িটি প্রতিবন্ধী মানুষের ওয়ার্কশপ হিসেবে ব্যবহারও করেছে। বাড়ি জব্দে সরকারকে ক্ষমতা দিয়ে পার্লামেন্টে আইন পাসের মধ্যদিয়ে এই স্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে সরকার ও এর মালিকের মধ্যে চলা বিরোধের অবসান হয়। তবে শুরু থেকেই বাড়িটি ধ্বংসের বিপক্ষে থাকা মালিক পোমার সরকারের কাছে বাড়ি জব্দের ক্ষতিপূরণ পাবেন।
/বিএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়