X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশায় দ্বিতীয় দিনেও লন্ডনের বিমানবন্দরে অচলাবস্থা

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০

ঘন কুয়াশায় দ্বিতীয় দিনেও লন্ডনের বিমানবন্দরে অচলাবস্থা ঘন কুয়াশার কারণে দ্বিতীয় দিনের সকো অচলাবস্থা বিরাজ করছে লন্ডনের বিমানবন্দরগুলোতে। হিথ্রো ও গেটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইটে বিলম্ব ও বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের গন্তব্য ইউরোপ ও ইংল্যান্ডের বিভিন্ন শহর ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় লন্ডন সিটি এয়ারপোর্ট পুনরায় চালু করা হয়। একই সঙ্গে অপর বিমানবন্দরগুলোও চালু হয়েছে। বিমানযাত্রার উদ্দেশ্যে বাড়ি ছাড়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব ও বাতিল ছাড়াও বড়দিনের সময় বিমানবন্দরের কেবিন ও ক্রু ও লাগেজকর্মীদের ডাকা ধর্মঘটেও যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

আবহাওয়া অফিস রবিবার দুপুরে জানিয়েছে,  দক্ষিণ ইংল্যান্ড, সাউথ ওয়েলস ও মিডল্যান্ডসে ঘন কুয়াশা থাকবে।

আবহাওয়াবিদ লুক মিয়াল জানান, কুয়াশা রাতারাতি ছড়িয়ে পড়েছে এবং তা কমতে সময় লাগবে। তিনি বলেন, ‘কুয়াশাকে সরিয়ে যে বাতাসের প্রয়োজন তা নেই। ফলে কুয়াশা যেতে সময় লাগবে। শনিবারও কুয়াশা সর্বত্র ছিল কিন্তু রাতে তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।’

তিনি জানান, আজকের দিনের পর কুয়াশা কমে যেতে শুরু করতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো বিমানবন্দরের ফ্লাইটগুলো বিলম্বের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে। বিমানবন্দরে বিমান অবতরণ নিয়ন্ত্রিত করার ফলে কয়েকটি ফ্লাইট বাতিলও করা হতে পারে।

এদিকে, শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীরা বড়দিন ও বক্সিং ডে তে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। তবে এটা স্পষ্ট নয় ধর্মঘটের প্রভাব বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলবে কিনা। সূত্র: বিবিসি।

/টিএমকে/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের