X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএস

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ০৬:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০৭:০০

বার্লিন হামলায় ব্যবহৃত লরি জার্মানির বার্লিন শহরে ক্রিস্টমাস মার্কেটে লরি হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব সংবাদ সংস্থায় সংগঠনটি জানিয়েছে, তাদের একজন ‘যোদ্ধা’ এই হামলা চালিয়েছে। তবে এই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং আইএসের এই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যথেষ্ট প্রমাণের অভাবে ওই হামলার একজন সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বার্লিনে সোমবারের হামলায় ১২ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। ওই হামলায় জড়িত কারও পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি জার্মানির আইনশৃঙ্খলা বাহিনী। তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছিল জার্মান পুলিশ। পরে যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জার্মান গণমাধ্যমে নাভেদ বি নামক এই ব্যক্তিকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএস। নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’-এ  জঙ্গি সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক জোট দেশগুলোর নাগরিকদের লক্ষ্য করে হামলার যে নির্দেশনা সংগঠনটির নেতারা দিয়েছেন, তার ভিত্তিতেই এ হামলা চালানো হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়েরে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এ ঘটনায় ‘একাধিক দিক থেকে তদন্ত পরিচালনা করা হচ্ছে’। এই হামলার মূল হোতাদের ধরার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিশ্রাম নেবে না বলেও তিনি জানান।
 জার্মানির সরকারি আইনজীবী পিটার ফ্র্যাংক সাংবাদিকদের বলেছেন, যে কায়দায় ও যেভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে, তাতে একে ইসলামি উগ্রপন্থীদের হামলা বলেই মনে হচ্ছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল থেকে শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আসছেন।

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’