X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিহত রুশ রাষ্ট্রদূতের শেষকৃত্যে অংশ নেবেন পুতিন

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ২১:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২১:৩২

ভ্লাদিমির পুতিন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ-এর শেষকৃত্যে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এ শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে প্রেসিডেন্টের এতে যোগদানের খবর নিশ্চিত করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদমাধ্যম তাস’কে বলেন, আন্দ্রেই কারলভ-এর শেষকৃত্যে অংশ নিতে প্রেসিডেন্ট তার বার্ষিক একক সংবাদ সম্মেলন স্থগিত করেছেন।

দিমিত্রি পেসকভ জানান, পরিবর্তিত সূচি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার দুপুরে পুতিনের পূর্বনির্ধারিত বার্ষিক একক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে প্রায় চার ঘণ্টা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে মঙ্গলবার বিকালে আন্দ্রেই কারলভের মরদেহ আঙ্কারা থেকে বিমানযোগে মস্কো পৌঁছায়। এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় পতাকায় মোড়ানো ছিল তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে অপেক্ষমান ছিল মস্কো থেকে পাঠানো একটি বিশেষ বিমান। ছয়জন তুর্কি সেনা গার্ড অব অনার দিয়ে ওই কফিন বহন করে নিয়ে যান বিমানে ওঠানোর জন্য।

তুরস্কে আন্দ্রেই কারলভকে শেষ বিদায় জানাতে হাজির হন আঙ্কারার শীর্ষ কূটনীতিকরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী তুগরুল তুর্কস। তুরস্ক মুসলিম অধ্যুষিত দেশ হলেও কারলভকে শেষ বিদায় জানানোর জন্য রাশিয়ান অর্থোডক্স পাদ্রীদের উপস্থিতিতে প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় কারলভকে ‘তুরস্ক-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শাশ্বত প্রতীক’ বলে বর্ণনা করেন তুগরুল তুর্কস।

২০১৩ সাল থেকে তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন আন্দ্রেই কারলভ। সোমবার ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় কারলভকে গুলি করা হয়। বিবিসি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারলভকে হামলাকারী মেভলুট মার্ট আলটিনটাস-এর জন্ম ১৯৯৪ সালে। রুশ রাষ্ট্রদূতকে হত্যার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আলটিনটাস।

এখনও পর্যন্ত আলটিনটাসের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের জড়িত থাকার কথা জানা যায়নি। তবে রাশিয়া ও তুরস্ক দুই দেশই এই হামলাকে ‘প্ররোচনা’ বলে অভিহিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সন্দেহাতীতভাবে এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করার প্রক্রিয়া’ এবং ‘সিরিয়ায় শান্তি প্রক্রিয়া’কে ব্যাহত করার লক্ষ্যে করা হয়েছে।

আন্দ্রেই কারলভের হত্যার পেছনে মূল হোতা কে, তা খুঁজে বের করতে রাশিয়া ও তুরস্ক উভয় দেশই সম্মত হয়েছে। এ লক্ষ্যে রাশিয়ার উচ্চপদস্থ ১৮ জন তদন্তকারী মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ