X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া প্রশ্নে রাশিয়া-ইরান-তুরস্ক জোটে সৌদি আরবকে চায় মস্কো

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ১১:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:০৪
image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তিচুক্তি কার্যকরে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া, তুরস্ক এবং ইরান। মঙ্গলবার মস্কোতে তিন দেশের এক আলোচনা শেষে নতুন এই ঘোষণা দেওয়া হয়। তবে এতে সৌদি আরবকেও পাশে রাখতে চায় মস্কো। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, সিরিয়া সরকার এবং বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তির কার্যকর করতে একসঙ্গে কাজ করবে রাশিয়া, ইরান এবং তুরস্ক। এ বিষয়ে তিন দেশ চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার মস্কোতে ইরান ও তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিছু নীতিমালার ব্যাপারে একটি ঘোষণাপত্রে সম্মত হয়েছে দেশগুলো, যাকে ‘মস্কো ডিক্লারেশন’ বলে উল্লেখ করা হয়।

মস্কো জানিয়েছে, তারা সিরিয়া প্রশ্নে আঞ্চলিক শক্তি হিসেবে সৌদি আরবকেও পাশে চায়। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইরান ও তুরস্ক যে উদ্যোগ নিয়েছে, তাতে সৌদি আরবেরও অংশগ্রহণ করা উচিত।

চারকিন জানান, মস্কো, তেহরান ও আঙ্কারার যৌথ বিবৃতিতে অন্য দেশকেও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি রুশ টেলিভিশন চ্যানেল রসিয়া২৪-কে বলেন, ‘আমার মনে হয়, এই প্রক্রিয়ায় সৌদি আরবের অংশগ্রহণ করা এবং একই লক্ষ্যে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু এক যৌথ বিবৃতিতে জানান, তারা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন যে, সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। ওই বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘোষিত ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সমস্যা সমাধানে চেষ্টা চালানোর ওপর জোর দেয়া হয়েছে। তিন দেশই আগামীতে সিরিয়া সরকারের সঙ্গে বিদ্রোহীদের মধ্যকার আলোচনা ও সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাথ ফাতাহ আল-শাম (আল-নুসরা ফ্রন্ট)-এর বিরুদ্ধে একযোগে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

ওই ঘোষণায় সিরিয়ার জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে নিরাপত্তার প্রতি সমর্থন প্রকাশ করা হয়। ঘোষণাপত্র অনুসারে, সিরিয়া সঙ্কট নিরসনে কাজে লাগতে পারে এমন যে কোনও দেশকে একই কাজে আহ্বান জানাতে পারবে তারা।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ছাড়াই সিরিয়া সঙ্কটের সমাধান সম্ভব – এটা প্রমাণ করতেই নতুন চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘের অংশগ্রহণ ছাড়াই সিরিয়া শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন।

সূত্র: গালফ নিউজ, আরটি, রয়টার্স।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!