X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আচমকা দিল্লির উপ রাজ্যপাল নাজিব জং-এর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১০:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:০৪
image

নাজিব জং ভারতের দিল্লির উপ রাজ্যপালের (লেফটেন্যান্ট গভর্নর) পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নাজিব জং। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কেন্দ্র সরকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। উপ রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই অব্যাহতি নিলেন নাজিব। এদিকে নাজিবের আচমকা পদত্যাগকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গত দু'বছরে দিল্লির আম আদমি সরকারের কার্যকালে যত বিরোধ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল নাজিব জংয়ের সঙ্গে কেজরিওয়ালের বিরোধ। নাজিব জং কেন্দ্রের হয়ে জনতা বিরোধী কাজ করছেন বলে বার বার অভিযোগ করে আসছিল আম আদমি পার্টি। এছাড়া কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে বারবার নাজিব জংকে ব্যবহার করে আম আদমি সরকারকে অপদস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে। অবশ্য এ বিরোধই পদত্যাগের কারণ কিনা তা উল্লেখ করেননি নাজিব জং। তার উপদেষ্টা অজয় চৌধুরী জানিয়েছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। অজয় চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন ৪৫ বছর ধরে কাজ করেছেন, এখন তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান।’

এদিকে নাজিব জং-এর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটি আচমকা কোনও সিদ্ধান্ত নয় এবং তিনি কয়েক মাস ধরেই পদত্যাগের কথা ভাবছিলেন।

বৃহস্পতিবার দিল্লির রাজ নিবাস থেকে এক বিবৃতিতে নাজিবের ইস্তফার খবর জানানো হয়েছে। সঙ্গে লেখা হয়েছে উপ রাজ্যপাল তাকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। যে অববিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার বিরোধপূর্ণ সম্পর্ক সেই কেজরিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। এদিকে কেজরিওয়ালও এক টুইটে, জং-এর পদত্যাগের ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। সেইসঙ্গে নাজিবের ভবিষ্যত প্রয়াসের জন্য শুভকামনা জানিয়েছেন।

৬৬ বছরের নাজিব প্রাক্তন আইএএস অফিসার ছিলেন। ২০১৩ সালের ৯ জুলাই তিনি দিল্লির উপ রাজ্যপাল পদে আসীন হন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন নাজিব। আবারও তিনি শিক্ষকতা পেশায় ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।
/এফইউ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!