X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পার্ল হারবার পরিদর্শনে গিয়ে ক্ষমা চাইবেন না শিনজো আবে

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৬, ০৬:৪৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০৬:৫৩
image

শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি ক্ষমা চাইবেন না বলে জাপান কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শিনজো আবে ইতোমধ্যে হাওয়াই দ্বীপে পৌঁছেছেন। সেখান থেকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন তিনি।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে জাপান। হামলায় প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হন। আটটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়, চারটি ডুবে যায়। তবে এয়ারক্রাফট কেরিয়ারটি জাহাজে থাকায় তা রক্ষা পায়।   

ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশ দু’টির কোনও শীর্ষ নেতা পার্ল হারবার সফরে যাননি।

হোয়াইট হাউস জানিয়েছে, আবের পার্ল হারবার পরিদর্শনের সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হবে। এরপর দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে হাওয়াই দ্বীপে। 

পার্ল হারবার হামলার ছবি

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী শিনজো আবে, তবে ওই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না তিনি। আক্রমণের ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পর মার্কিন নৌঘাঁটিটিতে যাচ্ছেন আবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর শিনজো আবে তার সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎ করেন। এ সময় ট্রাম্পকে ‘বিশ্বস্ত নেতা’ বলেও উল্লেখ করেন আবে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের এক পর্যায়ে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। ধারণা করা হয়, ওই হামলায় দেড় লাখেরও বেশি মানুষ নিহত হন। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা হিরোশিমা ও নাগাসাকি সফর করে নিহতদের জন্য দুঃখ প্রকাশ করলেও, ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, ওবামার ওই সফরের বিপরীতেই আবে পার্ল হারবার পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন।  

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী