X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে কর্মকাণ্ড চালানো লস্কর নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ললিত কে ঝা, হোয়াইট হাউস প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ০০:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৭:৪৩

 

লস্কর-ই-তৈয়বার নেতা শহিদ মাহমুদ পাকিস্তানের করাচিভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বা’র নেতা শহিদ মাহমুদের বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তহবিল ও জনবল সংগ্রহ এবং বাংলাদেশের ইসলামি সংগঠনগুলোর সঙ্গে গোপন যোগসাজশের কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র লস্করকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি’র তথ্য অনুযায়ী, শহিদ মাহমুদ দীর্ঘদিন ধরে লস্কর-ই-তৈয়বা’র একজন সিনিয়র সদস্য। ২০০৭ সাল থেকে এ দলটির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। আরেক সন্ত্রাসী লস্কর-ই-তৈয়বা’র লাহোর আমির মুহাম্মাদ সারোয়ারের সঙ্গেও তার যোগসাজশ রয়েছে।

লস্করের ছাত্র সংগঠন আল মুহাম্মাদিয়া স্টুডেন্টস’কেও (এএমএস) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে মার্কিন পররাষ্ট্র দফতর।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক জন ই স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘লস্কর-ই-তৈয়বা’র এ দুই নেতা তহবিল সংগ্রহ এবং সন্ত্রাসী গ্রুপটির বিভিন্ন অপারেশনের জন্য তা স্থানান্তরে জড়িত। আজকের এ পদক্ষেপের লক্ষ্য শুধু তাদের মুখোশ উন্মোচন করাই নয়; বরং লস্কর-ই-তৈয়বা’র আর্থিক নেটওয়ার্ক এবং তাদের সহিংস সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা চূর্ণবিচূর্ণ করে দেওয়াই এর উদ্দেশ্য।’

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি’র এক বিবৃতিতে বলা হয়েছে, শহিদ মাহমুদ লস্কর-ই-তৈয়বা’র একজন সক্রিয় সদস্য। তিনি সাজ্জিদ মীরের নেতৃত্বাধীন দলটির বৈদেশিক অপারেশন টিমেরও সদস্য। ২০১২ সাল থেকে এই সাজ্জিদ মীরকে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘লস্করের অপারেশন্স টিমের অংশ হিসেবে সৌদি আরব ও বাংলাদেশের দায়িত্ব ছিল শহিদ মাহমুদের। ২০১৩ সালের আগস্টে বাংলাদেশ ও বার্মার ইসলামি সংগঠনগুলোর সঙ্গে গোপন যোগসাজশের নির্দেশনা দেন। ২০১১ সালের শেষদিকে তিনি দাবি করেন, লস্করের প্রাথমিক উদ্বেগ হওয়া উচিত ভারত ও আমেরিকা আক্রমণ করা।’

করাচিভিত্তিক ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ)-এর ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন শহিদ মাহমুদ। এ সংস্থাটি লস্করের মানবিক কার্যক্রম ও তহবিল সংগ্রহে ব্যবহৃত হয়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই এটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত ছিল।

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি বলছে, ২০১২ সাল থেকে শহিদ মাহমুদ নিয়মিতভাবে বিদেশ ভ্রমণ করতে থাকেন। লস্করের পক্ষে ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের নামে ব্যবসায়ের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ‘উদাহরণ হিসেবে এফআইএফ করাচির প্রধান হিসেবে মাহমুদ লস্কর-ই-তৈয়বার কর্মী সংগ্রহের জন্য বাংলাদেশে গিয়ে বার্মাদের (রোহিঙ্গা) শরণার্থী শিবিরে অর্থ বিতরণ করেন। ২০১২ সালের আগস্ট মাসে পাকিস্তানের সিন্ধু অঞ্চলের এফআইএফ-এর দায়িত্বে থাকা অবস্থায় লস্কর-ই-তৈয়বার একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে বার্মা নিয়ে যান। এরপর ২০১৪ সালের মাঝামাঝি মাহমুদ সিরিয়া ও তুরস্ক গমন করেন দেশ দুটিতে এফআইএফ-এর কর্মকাণ্ড বৃদ্ধির জন্য। এছাড়া এফআইএফ-এর হয়ে মাহমুদ বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজাতেও ভ্রমণ করেন।’

/এমপি/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা