X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইসলামি সন্ত্রাসবাদ জার্মানির ‘সবচেয়ে বড় হুমকি’: মেরকেল

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৫

ইসলামি সন্ত্রাসবাদ জার্মানির ‘সবচেয়ে বড় হুমকি’: মেরকেল জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামি সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মেরকেল এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণে মেরকেল বার্লিনে ট্রাক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন,‘মানবিকতার সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। ২০১৬ সাল বছরটি ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষার। জার্মানি এ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে এসেছে।’

মেরকেল আরও বলেন, ‘আমাদের জীবন ও কাজের ক্ষেত্রে আমরা সন্ত্রাসীদের উদ্দেশে বলতে চাই, তোমরা ঘৃণিত খুনি।কিন্তু আমরা কীভাবে বাঁচব ও বাঁচতে চাই, তা ঠিক করার অধিকার তোমাদের নেই। আমরা স্বাধীন, সহানুভূতিশীল ও মুক্ত।’

শরণার্থীদের আশ্রয় দেওয়া স্বপক্ষে অবস্থান জানিয়ে মেরকেল বলেন, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও মূল্যবোধের প্রতিফলন। বিপরীতে রয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদ। আমরা প্রমাণ করব সন্ত্রাসবাদের চেয়ে আমরা শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ থাকলেই শক্তিশালী। আমাদের রাষ্ট্র শক্তিশালী।’

দুই সপ্তাহ আগে বার্লিনের ক্রিসমার্স মার্কেটে তিউনিশিয়ান বংশোদ্ভূত আনিস আমরি নামের এক সন্ত্রাসী ট্রাক হামলা চালায়। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া বছরের শুরুর দিকে উর্জবুর্গে ট্রেনে আফগান শরণার্থী শিশুর কুঠার হামলায় পাঁচজন আহত হয়। এ ছাড়া আনসবাচের একটি বারের পাশে সিরিয়ান এক শরণার্থী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হয়। 
জার্মানিতে গত ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। কিন্তু এসব হামলার পর মেরকেলের শরণার্থী আশ্রয় নীতি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। 

এর আগে গত বছর নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে স্মরণকালের ভয়াবহ যৌন হয়রানির ঘটনা ঘটে। পাঁশ শতাধিক নারী ওই সময় যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। যৌন হয়রানির জন্য জার্মানির উগ্র জাতীয়তাবাদীরা দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের দায়ী করে আসছে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া