X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেকার নাগরিকদের ৫৮৭ মার্কিন ডলার ভাতা দেবে ফিনল্যান্ড

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ০৫:৪৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০৫:৪৯

ফিনল্যান্ডের জাতীয় পতাকা বেকার নাগরিকদের প্রতিমাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার (প্রায় ৪৬ হাজার টাকা) ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রথম ইউরোপের অন্যতম কল্যাণমুখী রাষ্ট্র ফিনল্যান্ড। সামাজিক পরীক্ষামূলকভাবে নেওয়া এই পদক্ষেপ দেশটির আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি দারিদ্র্য দূর করে কর্মসংস্থান বাড়াবে বলে আশা করা হচ্ছে। সোমবার ফিনল্যান্ডের সোস্যাল ইনস্যুরেন্স ইনস্টিটিউশন— কেলা’র কর্মকর্তা ওল্লি কানগাস সরকারের এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেলা’র কর্মকর্তা ওল্লি কানগাস জানান, শুরুতে দ্বৈবচয়নের ভিত্তিতে দুই হাজার নাগরিককে বাছাই করে এই বেকার ভাতা দেওয়া হবে। এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বেকার ভাতা।
প্রাথমিকভাবে নির্বাচিত এই দুই হাজার বেকার নাগরিককে প্রতি মাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার করে দেওয়া হবে। এই অর্থ তারা কোন কাজে ব্যয় করবে, সে সম্পর্কে কোনও বিধিনিষেধ থাকবে না। তবে নির্বাচিত বেকারদের কেউ এরই মধ্যে কোনও ধরনের ভাতা পেয়ে থাকলে ওই টাকার অঙ্ক বাদ যাবে ৫৬০ ইউরো থেকে।
সরকারি তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বেসরকারি খাতে একজন কর্মীর গড় মাসিক আয় সাড়ে তিন হাজার ইউরো।
ওল্লি কানগাস জানান, বেকারদের মধ্যে যে ‘নিরুৎসাহী হওয়ার সমস্যা’কে দূর করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।’ তিনি আরও জানান, ‘কোনও কিছু হারিয়ে ফেলার যে ভয়’ মানুষের মধ্যে রয়েছে, তা দূর করবে এই উদ্যোগ। আর এই বেকার ভাতার আওতাধীন কোনও ব্যক্তি চাকরি পাওয়ার পরও প্রতিমাসের ৫৬০ ইউরো ভাতা পেতে থাকবেন।
ফিনল্যান্ডের বর্তমান জটিল সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে কোনও ব্যক্তি কোনও চাকরিতে যোগ দিলে তিনি সামাজিক সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হন। যে কারণে অনেকেই সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় স্বল্পবেতন বা অস্থায়ী চাকরির সুযোগকে প্রত্যাখ্যান করতে পারেন। কানগাস বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে দেখতে চাই যে বেকাররা কেমন আচরণ করেন। এই পরীক্ষামূলক উদ্যোগ কি তাদের নিজেদের বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত হতে সাহসী করবে? নাকি সমালোচকরা যেমনটি দাবি করছেন, সেই অনুযায়ী তারা কোনও কিছু না করেই মাসিক ভাতা পাওয়ার জন্য অলস হয়ে বসে থাকবে? তিনি আরও জানান, বেকার ভাতার এই পরীক্ষামূলক উদ্যোগ পরবর্তী সময়ে ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা বা খণ্ডকালীন চাকরিজীবীর মতো স্বল্প আয়ের নাগরিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। দেশটিতে গত নভেম্বর মাসের তথ্য অনুযায়ী বেকার জনগোষ্ঠীর পরিমাণ শতকরা ৮.১ শতাংশ বা প্রায় দুই লাখ ১৩ হাজার। আগের বছরেও বেকারের সংখ্যা একই ছিল। এই কর্মসংস্থানহীনতা সমস্যা মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী জুহা সিপিলার নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি হলো এই বেকার ভাতা।
/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী