X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইমেইল ফাঁসে রাশিয়া জড়িত থাকার ‘অকাট্য’ প্রমাণের দাবি মার্কিন কর্মকর্তাদের

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ১০:২০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১২:১০
image

ডেমোক্র্যাটিক পার্টির সদর দফতর ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ইমেইল ফাঁস করে রাশিয়া যে তা উইকিলিকসের হাতে তুলে দিয়েছে, মার্কিন গোয়েন্দাদের হাতে তার ‘অকাট্য’ প্রমাণ থাকার দাবি করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার ওই মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়া ‘থার্ড পার্টি’র মাধ্যমে ওই ইমেইল উইকিলিকসের কাছে সরবরাহ করেছিল।

মার্কিন কর্মকর্তারা কয়েক মাস আগেই জানিয়েছিলেন, ওই ইমেইল ফাঁসের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থা জড়িত। তবে তা নির্বাচনে কিভাবে প্রভাব ফেলেছে, সে সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত নন। তারা এজন্য আরও তদন্তের প্রয়োজন বলে মনে করছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করেছেন। যেখানে বলা হয়েছিল, ট্রাম্পকে জয়ী করানোর জন্যই রাশিয়া ইমেইল ফাঁস করেছিল। 

ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে ইমেইল হ্যাক সম্পর্কিত একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে, যা শুক্রবার ট্রাম্পের সামনেও উপস্থাপন করা হবে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।

ওই কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওবামা প্রশাসনের কাছে ইমেইল ফাঁস সম্পর্কে এতোটা তথ্য-প্রমাণ ছিল না। তবে এখন গোয়েন্দা সংস্থাগুলো ইমেইল ফাঁসের সঙ্গে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে ‘নিশ্চিত’।

তবে ওই কর্মকর্তারা তাদের দাবি করা ‘থার্ড পার্টি’ দিয়ে রুশ গোয়েন্দারা কিভাবে উইকিলিকসের কাছে ওই ইমেইল পাঠিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

মার্কিন কর্মকর্তারা গত ২৯ ডিসেম্বর ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের বিষয়ে বলেন, গত চার মাস ধরে বহু বিতর্কের পরই কেবল বারাক ওবামা রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ গ্রহণ করেছেন। 

যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস

গত বছর আগস্টে প্রথম মার্কিন গোয়েন্দারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ওই ইমেইল ফাঁস হওয়ার দাবি করেছিল। তবে উপদেষ্টাদের অনুরোধ সত্ত্বেও ওবামা তখন রুশ সংযোগ প্রকাশে রাজি হননি। তার বদলে তিনি পুতিনকে সতর্ক করেছেন বলে জানান।

অক্টোবরে গোয়েন্দা প্রতিবেদনে আবারও রাশিয়াকে দায়ী করা হলেও ওবামা কোনও পদক্ষেপ নিতে অস্বীকার করেন বলে এক কর্মকর্তা জানান।

মার্কিন নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরই কেবল ওবামা গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্মতি দেন বলে অপর এক কর্মকর্তা জানান।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী