X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইমেইল ফাঁস করা রুশ হ্যাকারদের শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র!

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ২৩:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ০০:০৪

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের ইমেইল হ্যাকের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মার্কিন গোয়েন্দারা বলছেন, হ্যাককৃত এসব ডাটা উইকিলিকসের হাতে তুলে দেওয়া রুশ হ্যাকারদের শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়ায় এখনই এ বিষয়ে রয়টার্সের কাছে নাম প্রকাশে রাজি হননি কর্মকর্তারা। অবশ্য এর আগে গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল  ওয়াশিংটন পোস্ট। 

সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ফাঁসকৃত ইমেইল উইকিলিকসের কাছে সরবরাহকারী রুশ কর্মকর্তাদের শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, সিআইএ’র দৃঢ় বিশ্বাস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধে জুলিয়ান অ্যাসাঞ্জের সংস্থার কাছে কে এসব নথি তুলে দিয়েছেন সেটা তারা শনাক্ত করতে পেরেছে। তবে এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রকাশের অপেক্ষায় থাকা ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়ায় কালিমা লেপন করতে চেয়েছিল রাশিয়া। নির্বাচনি প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে সহায়তা করার জন্য পূর্ণদ্যোমে চেষ্টা করে মস্কো।

রয়টার্সের সঙ্গে কথা হয় এ প্রতিবেদনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার। তার ভাষায়, ‘অক্টোবরের মধ্যেই এটা পরিষ্কার হয় যে, রাশিয়ানরা ট্রাম্পের প্রচারণা শিবিরকে সাহায্য করার চেষ্টা করেছিল।’

বিষয়টি নিয়ে গোয়েন্দাদের মূল্যায়নের কথা বৃহস্পতিবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ডোনাল্ড ট্রাম্পের কাছে এটি হাজির করার কথা রয়েছে।

এর আগে অবশ্য ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছিল। রাশিয়াও এসব অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক মূল্যায়ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করেছিল রাশিয়া।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, রুশ কর্তৃপক্ষের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি উইকিলিকসের হাতে ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের হাজার হাজার নথি তুলে দিয়েছিলেন, তাদেরও মার্কিন গোয়েন্দা সংস্থা শনাক্ত করতে পেরেছে। আর গত ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অংশ হিসেবে যেসব হ্যাকিং হয়েছে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ব্যক্তিগতভাবে জড়িত’ বলে বিশ্বাস করেন মার্কিন গোয়েন্দারা।
ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক জেনারেল জেমস ক্ল্যাপার দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ডেমোক্র্যাটিক পার্টির ইমেইলগুলো হ্যাকিংয়ের আদেশ দিয়েছিলেন। আগামী সপ্তাহেই পুতিনের উদ্দেশ্য কী ছিল তা ব্যাখ্যা করা হবে বলেও জানান ক্ল্যাপার।

/এফইউ/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!