X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৩০ জুন পর্যন্ত বাতিল নোট জমা দিতে পারবেন প্রবাসী ভারতীয়রা

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ০০:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১১:২০
image

ভারতীয় বাতিল নোট প্রবাসী ভারতীয়দের জন্য বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট জমা দেওয়ার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ৩০ জুন পর্যন্ত তারা এই বাতিল নোটগুলো জমা দিতে পারবেন। আজ শুক্রবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি। ভারতের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরবিআইয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশের বাইরে যেসব ভারতীয়রা বসবাস করছেন তারা বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির নোটগুলো ৩০ জুন পর্যন্ত জমা দিতে পারবেন। এর আগে গতকাল আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, এর মধ্যে বিভিন্ন ব্যাংকে জমা হওয়া বাতিল নোটগুলোর গণনার প্রক্রিয়া চলছে। এছাড়া, বিভিন্ন স্থানে জমা হওয়া সুনির্দিষ্ট ব্যাংক নোটের (৫০০ ও ১০০০ রুপির নোট) পরিমাণ নিয়েও একাধিক অনুমানিক হিসাব রয়েছে।

আরবিআইয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে, বিভিন্ন সময় সুনির্দিষ্ট ব্যাংকনোটের পরিমাণের যে তথ্য আমরা প্রকাশ করে থাকি তা সারাদেশের বিভিন্ন কোষাগারে হিসাবরক্ষণ ভুক্তির সমন্বিত তথ্যের ওপর ভিত্তি করেই প্রকাশ করা হয়ে থাকে।’ গত বছরের ৩০ ডিসেম্বর বাতিল হওয়া নোটগুলো জমা দেওয়ার সুযোগ শেষ হয়ে গিয়েছে বলে ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। এবারে হিসাবরক্ষণের ভুল বা একাধিকবার গণনার তথ্য দূর করতে জমা হওয়া ওই নোটের পরিমাণ নগদ অর্থের পরিমাণের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

আরবিআই জানিয়েছে, এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঠিক কী পরিমাণ বাতিল নোট জমা পড়েছে, কোনও প্রকাশিত তথ্যে তার প্রকৃত তথ্য হয়তো না-ও পাওয়া যেতে পারে। আরবিআই বলছে, ‘বাতিল হওয়া নোটের পরিমাণের সঠিক তথ্য যত দ্রুতসম্ভব প্রকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে আরবিআই।’

এর আগে বুধবার (৪ জানুয়ারি) সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর ভারতীয়রা প্রায় সব বাতিল নোট জমা দিয়েছে।

/টিআর/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া