X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইফোন বিক্রি কমে যাওয়ায় সিইও’র বেতন কাটলো অ্যাপল

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৭:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:০২

অ্যাপলের সিইও টিম কুক গত ১৫ বছরের মধ্যে প্রথমবার ২০১৬ সালে অ্যাপল নির্মিত আইফোনের বিক্রি কমে গেছে। বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন না করায় কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুকের বেতন থেকে অর্থ কেটে রাখছে প্রতিষ্ঠানটি। টিম কুকের বেতন থেকে ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে। ফলে গত বছর টিম কুক মূল বেতন থেকে ১৫ লাখ ৩০ হাজার ডলার কম পেয়েছেন।

২০১৬ সালে অ্যাপলের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩৬০ কোটি ডলার। কিন্তু বিক্রির পরিমাণ ছিল ২১ হাজার ৫৬০ কোটি ডলার। মুনাফা কমেছে বিগত বছরের তুলনায় ১৬ শতাংশ। এর ফলে নির্বাহীদের প্রতিশ্রুত অর্থের ৮৯.৫ শতাংশই কেবল দেওয়া হয়।

শুক্রবার কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া তথ্য অনুসারে, সিই্ও হিসেবে টিম কুক যে অর্থ পাওয়ার কথা ছিল ২০১৬ সালে তিনি পেয়েছেন তা থেকে ১৫ লাখ ৩০ হাজার ডলার কম। তার বার্ষিক ইনসেনটিভ ১ কোটি ৩ লাখ ডলার হলেও পেয়েছেন ৮৭ লাখ ৫০ হাজার ডলার। তবে তার মূল বেতন অক্ষত রয়েছে। টিম কুকের বার্ষিক বেতন ৩০ লাখ ডলার। ১৫ শতাংশ কাটার পরও তিনি ১ কোটি ১৭ লাখ ৪০ হাজারের বেশি অর্থ পেয়েছেন।

বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার কেবল কুক নন, আরও কয়েকজন উচ্চ পদস্থদের বেতনও কাটা গেছে। সবমিলয়ে তাদের ২২ লাখ ১০ হাজার বেতন কাটা হয়েছে। এরপরও তাদের সবাই মিলে পেয়েছেন ২ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি।

গত বছর আগস্টে প্রকাশিত রিপোর্ট অনুসারে, অ্যাপলের ১২ লাখ ৬ হাজার শেয়ারের মালিক টিম কুক। ওই সময় এসব শেয়ারের মূল্য ছিল ১৩ কোটি ৫০ লাখ ডলার।

২০১৬ সালে আইফোনের বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে তথ্য-প্রযুক্তিবিদরা মনে করেন, নতুন বাজার আসা আইফোন৭ নিয়ে ব্যবহারকারীরা হতাশ হয়েছেন। কারণ তাদের মতে, এটা আইফোন৬-এর তুলনায় নতুন কিছু না।

ব্যবহারকারীদের মধ্যে আইফোন৭ জনপ্রিয়তা না পেলেও কোম্পানিটি জানিয়েছে তাদের পরবর্তী স্মার্টফোন আসবে সবচেয়ে বৈপ্লবিক ডিজাইন নিয়ে। সূত্র: ডেইলি মেইল।

/এসএ/এএ/ 

সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা