X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুশবিরোধী ও সমালোচক কোটসকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বানাচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২১:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২১:২৯

ড্যান কোটস নিজের ও রাশিয়ার কড়া সমালোচক হিসেবে পরিচিত সাবেক সিনেটর ড্যান কোটসকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে নির্বাচন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হ্যাকিংয়ের বিষয়টি জানানোর একদিন পরই ড্যান কোটসকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প। এ নিয়োগের ফলে ট্রাম্প প্রশাসনে সামরিক বাহিনীতে কর্মরত আরেকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

ড্যান কোটস ইন্ডিয়ানা রাজ্যের সাবেক সিনেটর। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মনোনয়ন চূড়ান্ত হতে সিনেটের অনুমতি প্রয়োজন হবে। বর্তমান পরিচালক জেমস ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

নির্বাচনি লড়াইয়ের সময় ট্রাম্পের সঙ্গে ড্যানের সম্পর্ক খুব ভালো ছিল না। বেশ কয়েকবার ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ড্যান। ট্রাম্পের আচরণ,কতাবার্তা ও যুক্তরাষ্ট্রকে নেতৃত্বা দেওয়ার ক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া ট্রাম্পের নারীবিদ্বেষী মন্তব্যগুলোকে অশ্লীল বলেও উল্লেখ করেছিলেন সাবেক এ সিনেটর। অবশ্য রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ট্রাম্পকে সমর্থন জানান তিনি। ট্রাম্পকে সমর্থন না দেওয়ায় টেড ক্রুজের সমালোচনাও করেছিলেন প্রকাশ্যে।

মার্কিন রাজনীতিবিদদের মধ্যে রাশিয়ার সমালোচকদের অন্যতম হচ্ছেন ড্যান কোটস।২০১৪ সালে ক্রিমিয়ার বিচ্ছেদের পর রাশিয়াকে শাস্তি দিতে ওবামাকে চাপ দিয়েছিলেন তিনি। এর ফলে ড্যানসহ বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ড্যান কোটস ইন্ডিয়ানা থেকে কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন ১৯৮১ সালে। ১৯৮৯ সালে তিনি সিনেটর হন। ১৯৬০ দশকে তিনি মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সিনেট থেকে তিনি পদত্যাগ করেন ১৯৯৮ সালে। ২০০০ দশকের শুরুতে তিনি জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি ফার্মাসিউটিক্যাল, প্রতিরক্ষা ও বিদ্যুৎ কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেন। ২০১০ সালে পুনরায় তিনি সিনেটে ফিরে আসেন। ২০১৬ সালে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন