X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফ্লোরিডা হামলার সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ০৯:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:০২
image

ইস্তেবান সান্তিয়াগো এবং হামলায় ব্যবহৃত বন্দুক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সন্দেহভাজন ইস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আইনজীবীরা।

২৬ বছর বয়সী এই সাবেক মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরও ছয়জন। হামলার পরপরই ইস্তেবানকে আটক করা হয়।  

ইস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংসতা চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডের শাস্তিও দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তেবান একটি সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে ওই হামলা চালান।  

আদালতের নথি থেকে জানা যায়, হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ইস্তেবান। জিজ্ঞাসাবাদে তিনি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি নিজেই ওই হামলার পরিকল্পনা করেন এবং ফ্লোরিডার ফোর্ট লডারডেলে যাওয়ার টিকেট কেনেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলা কেন চালানো হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা বিষয়টি এখনই তারা খারিজ করছেন না।

মার্কিন অ্যাটর্নি উইফ্রেডো ফেরার বলেন, ‘আজকের এই অভিযোগ গঠনই অবস্থার গভীরতাকে নির্দেশ করে। সেই সঙ্গে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের সুরক্ষার জন্য কতোটা প্রতিশ্রুতিবদ্ধ, তাও ফুটে উঠেছে।’

ইস্তেবান কোনও মানসিক সমস্যায় ভুগছেন কিনা, সে বিষয়টিও কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এফবিআই তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে তার ওপর স্নায়ুবিক পরীক্ষা চালাবে। গত নভেম্বরে তিনি অসংলগ্ন অবস্থায় আলাস্কার এফবিআই দফতরে এসেছিলেন বলে স্থানীয় পুলিশ ও এফবিআই জানিয়েছে।

উল্লেখ্য, ইস্তেবান সান্তিয়াগো মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন তিনি। ২০১৬ সালের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।   

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!