X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিন সমর্থক ব্রিটিশ মন্ত্রীকে উৎখাতে ‘ইসরায়েলি ষড়যন্ত্র’

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১০:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩
image

মারিয়ার সঙ্গে রেস্তোঁরায় মাসোত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একনিষ্ঠ সমর্থক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানসহ আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। লন্ডনে ইসরায়েল দূতাবাসের এক কর্মকর্তার ফাঁস হওয়া ভিডিওতে এসব কথা জানা যায়। লাকানো ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওটি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

আল-জাজিরা জানিয়েছে, গত বছর অক্টোবরে ধারণ করা ওই ভিডিওটি তাদের অনুসন্ধানের অংশ। ভিডিওতে মাসোত ব্রিটিশ শিক্ষামন্ত্রী রবার্ট হাফলনের সহযোগী মারিয়া স্ট্রিজোলোর সঙ্গে এক রেস্তোঁরায় বসে কথা বলছিলেন। যিনি ফ্রেন্ডস অব ইসরায়েলের রাজনৈতিক পরিচালক এবং একজন গোপন প্রতিবেদক।

সকল কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ওই ভিডিওতে শাই মাসোত নামের ইসরায়েল দূতাবাসের ওই কর্মকর্তা কয়েকজন ব্রিটিশ এমপি সম্পর্কে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

মারিয়ার সঙ্গে আলোচনার এক পর্যায়ে মাসোত বলেন, ‘আপনি কি আমাকে কয়েকজন এমপি-র নাম বলতে পারেন, যাদের আমি উৎখাত করতে পারি?’

এর জবাবে মারিয়া বলেন, ‘সব এমপিরাই কিছু না কিছু লুকোতে চায়। আমি কয়েকজন এমপি-কে উৎখাত করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মাসোতের মতে, ‘খারাপ নন, ভালোই’। তবে তিনি বেশি উদ্বিগ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালান ডানকানকে নিয়ে। অ্যালান বহু আগে থেকেই ইসরায়েলের সমালোচক এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একনিষ্ঠ সমর্থক বলে পরিচিত।

অ্যালান সম্পর্কে মাসোত বলেন, “তিনি (জনসন) কোনও কিছু পরোয়া করেন না। কোনও দায়িত্বজ্ঞানহীনতা ছাড়াই তার মতো একজন ‘বোকা’ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তবে আসলেই যদি এমন কিছু (উৎখাত করা) হয়, এটা তার ভুলের জন্য নয়। বরং এর জন্য দায়ী থাকবেন অ্যালান ডানকান।”

ইসরায়েল দূতাবাস থেকে মাসোতকে কূটনৈতিক নন, সাধারণ কর্মকর্তা বলে উল্লেখ করলেও মাসোতের লিঙ্কড ইন প্রোফাইলেও তার পরিচয় স্পষ্ট। মাসোত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গাজায় পেট্রল বোটে কাজ করতেন। তিনি সেখানে মেজর পদে কর্মরত ছিলেন। বর্তমানে লন্ডনে ইসরায়েলি দূতাবাসে প্রতিরক্ষা বাহিনীর একজন জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি।

সূত্র: বিবিসি, দ্যা গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী