X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪০

মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা টানা দুই বার নির্বাচিত হয়ে আট বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব পালনের পর এ মাসেই বিদায় নিচ্ছেন বারাক ওবামা। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তরের আগে স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বিদায়ী ভাষণ দেওয়ার জন্য শিকাগো যাচ্ছেন ওবামা। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল)  সেখানে তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ওবামার বিদায়ী ভাষণ শুনতে তিন ডিগ্রি তাপমাত্রাতেও কয়েক হাজার মানুষ উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ভাষণস্থলে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ফলে অনেকের ইচ্ছা থাকলেও সরাসরি ওবামার বিদায়ী ভাষণ দেখতে উপস্থিত হতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই নগরী ওবামার প্রেসিডেন্ট পরবর্তী জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানেই তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন কাটাবেন।

ওবামা উইন্ডি নগরীতে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দারিদ্র কবলিত কৃষ্ণাঙ্গদের এই এলাকাটিতে তিনি প্রথমে একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাজ্য পার্লামেন্টের সদস্য হন। পরবর্তীতে তিনি ইলিনয় থেকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর হন।

কমিউনিটি অর্গানাইজার হিসেবে তিনি দরিদ্র এলাকাগুলোতে কাজ করেন।

বৃহস্পতিবার সিবিএস চ্যানেলকে দেওয়া এক সাক্ষতকারে ওবামা বলেন, ‘সেখান কাজ করার সময় আমি মানুষের মাঝে হতাশাও দেখেছি আবার আশার আলোও দেখেছি।’

তিনি ১৯৯৫ সালে তার আত্মজীবনীতে লেখেন ‘আমি আমার বাবার কাছ থেকে স্বপ্ন দেখতে শিখেছি।’ সূত্র: এনবিসি নিউজ।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা