X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডা বিমানবন্দরে হামলার সন্দেহভাজন সান্তিয়াগোর স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:৩১

এস্তেবান সান্তিয়াগো ফ্লোরিডা বিমানবন্দরে গুলিবর্ষণের ঘটনায় আটক সন্দেহভাজন এস্তেবান সান্তিয়াগো নিজের অপরাধ স্বীকার করেছে। রবিবার তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
শুক্রবার ফ্লোরিডার একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় ৫জন নিহত ও ৬ জন আহত হন। হামলাকারী সন্দেহে ইরাক ফেরত সাবেক সেনা সদস্য এস্তেবান সান্তিয়াগোকে আটক করা হয়।
সরকারি প্রসিকিউটর জানিয়েছেন, সান্তিয়াগো হামলার পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছে।  আদালতের নথি থেকে জানা যায়, হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ইস্তেবান। জিজ্ঞাসাবাদে তিনি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি নিজেই ওই হামলার পরিকল্পনা করেন এবং ফ্লোরিডার ফোর্ট লডারডেলে যাওয়ার টিকেট কেনেন।
এর আগেও সান্তিয়াগোকে আটক করেছিল পুলিশ। গত বছর মার্চ মাসে তাকে পুলিশ আটক করলেও কোনও গুরুতর অপরাধে তার সাজা হয়নি।
সান্তিয়াগোর হামলার মোটিভ সম্পর্কে এখনও তদন্তকারীরা নিশ্চিত হতে পারেনি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সন্ত্রাসী হামলার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়নি। তদন্ত কর্মকর্তারা মনে করছেন, তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে হামলার মোটিভ সম্পর্কে নিশ্চিত করে বলাটা ভুল হতে পারে।
এফবিআইএ-র স্পেশাল এজেন্ট জর্জ পিরো বলেন, ‘আমরা কোনও কিছুই বাদ দিতে চাচ্ছি না। আমরা সব দিক খতিয়ে দেখব।’ পিরো জানান, সান্তিয়াগো তদন্তকারীদের সহযোগিতা করছেন।
এর আগে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সন্দেহভাজন হিসেবে আটকের পর সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২৬ বছর বয়সী এই সাবেক মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরও ছয়জন। হামলার পরপরই ইস্তেবানকে আটক করা হয়েছিল।
ইস্তেবান কোনও মানসিক সমস্যায় ভুগছেন কিনা, সে বিষয়টিও কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এফবিআই তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে তার ওপর স্নায়ুবিক পরীক্ষা চালাবে। গত নভেম্বরে তিনি অসংলগ্ন অবস্থায় আলাস্কার এফবিআই দফতরে এসেছিলেন বলে স্থানীয় পুলিশ ও এফবিআই জানিয়েছে।
উল্লেখ্য, ইস্তেবান সান্তিয়াগো মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন তিনি। ২০১৬ সালের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।  সূত্র: সিএনএন।
/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা