X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জেরুজালেমের হামলাকারী আইএস-এর সমর্থক ছিলেন: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪
image

রবিবার হামলাস্থল পরিদর্শনে যান নেতানিয়াহু জেরুজালেমে ট্রাক নিয়ে হামলাকারী ব্যক্তি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে সমর্থন করতো বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামলাকারী ব্যক্তি যে আইএসকে সমর্থন করতো সে ব্যাপারে সব রকমের আলামত মিলেছে। তবে, নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ হাজির করেননি নেতানিয়াহু। অবশ্য, অতীতে আইএস-এর পক্ষ থেকে ইসরায়েলে হামলার হুমকি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, রবিবার (৮ জানুয়ারি) আরমন হানাতজিভ শহরে এক দল সেনা সদস্যের ওপর একটি ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। সেসময় চারজন নিহত হয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়। রবিবার দুপুরের দিকে হামলাস্থল পরিদর্শনে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলা হওয়ার কথা আমরা জানি। এক্ষেত্রে ফ্রান্স থেকে বার্লিন হামলা এবং এখন জেরুজালেম হামলা পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে সংশ্লিষ্টতা থাকতে পারে।’

গত বছর ফ্রান্সের নিস শহরে এবং জার্মানির বার্লিনে একই কায়দায় ট্রাক হামলা চালানো হয়েছিল।

ইসরায়েলের ন্যাশনাল পুলিশের প্রধান রনি আলসেইচ বলেন, ‘এটা হতে পারে যে গত মাসে বার্লিনে যে লরি হামলা হয়েছিল তাতে অনুপ্রাণিত হয়ে জেরুজালেমে হামলা চালানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষ কিসের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে তা তাদের মাথায় ঢুকে জানা সম্ভব নয়, তবে এসবের যে প্রভাব রয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।’

হামলার শুরু থেকে ইসরায়েলি মিডিয়ায় দাবি করা হচ্ছিল হামলাকারী ব্যক্তি ফিলিস্তিনি। এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি পুলিশের মুখপাত্র বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা, ইচ্ছেকৃত হামলা।’ অবশ্য অতীতে আইএস-এর পক্ষ থেকে বিভিন্ন সময়ে ইসরায়েলে হামলার হুমকি দেওয়া হলেও হামলার ঘটনা ঘটেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামলাকারীর নাম ফাদি কুনবার। তিনি পূর্ব জেরুজালেমের জাবেল মুকাবের এলাকার বাসিন্দা। এরপর সন্দেহভাজন হামলাকারীর এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে সন্দেহভাজনের পরিবারের ৫ সদস্যও রয়েছেন।

/এফইউ/







 

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট