X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্ট পদে থাকা না থাকার প্রশ্নেও আলোচনায় প্রস্তুত আসাদ

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৭
image

বাশার আল আসাদ সিরিয়া ইস্যুতে প্রস্তাবিত কাজাখস্তান শান্তি আলোচনায় ‘সবকিছু’ নিয়ে কথা বলতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমনকি তার প্রেসিডেন্ট পদে থাকা না থাকার প্রশ্নে আলোচনা করতেও প্রস্তুত আছেন বলে জানান তিনি। অবশ্য, সেক্ষেত্রে আলোচনা ও প্রক্রিয়া সংবিধানসম্মত হতে হবে বলে শর্ত দিয়েছেন আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা খবরটি জানিয়েছে।

উল্লেখ্য, গত মাসে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বড় ধরনের পরাজয়ের পর তাদের সঙ্গে আলোচনা করতে আসাদ, ইরান এবং তুরস্ককে রাজি করানো হয়েছে। নতুন ওই শান্তি আলোচনার জন্য কাজাখের রাজধানী আস্তানাকে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে। অবশ্য প্রস্তাবিত ওই বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি। এমনকি বিদ্রোহীদের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন তাও স্পষ্ট হওয়া যায়নি।

এই প্রেক্ষাপটে একটি ফরাসি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন আসাদ। আর সেই সাক্ষাৎকারটি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানায় প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘সম্মেলনের দিনক্ষণ ঠিক হলে সরকারের প্রতিনিধি দল আস্তানায় যেতে প্রস্তুত রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত রয়েছি।’

আসাদের কাছে তখন জানতে চাওয়া হয়, সবকিছুর মানে বলতে তিনি তার প্রেসিডেন্ট পদে বহাল থাকা না থাকার প্রশ্নেও আলোচনা করতে রাজি আছেন কিনা। জবাবে আসাদ বলেন, ‘হ্যাঁ, তবে আমার পদটি সংবিধানের সঙ্গে জড়িত। তারা যদি এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই সংবিধান নিয়ে আলোচনা করতে হবে।’

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যেকোনও নতুন সংবিধানের জন্য গণভোট লাগবে এবং প্রেসিডেন্ট নির্বাচিত করাটা সিরিয়ার জনগণের ওপরই নির্ভর করছে।

বিধ্বস্ত আলেপ্পো
আসাদের দাবি, সিরিয়ার ইস্যুগুলো নিয়ে আলোচনায় সিরিয়ার সংগঠনগুলোকেই থাকতে হবে, সেখানে সৌদি আরব, ফ্রান্স এবং ব্রিটেন সমর্থিত গোষ্ঠীগুলোর অংশ নেওয়ার দরকার নেই। যদিও সিরিয়ার প্রধান সরকারবিরোধী গোষ্ঠী আমব্রেলা গ্রুপ, দ্য হাই নেগোসিয়েশন কমিটি রিয়াদ সমর্থিত।

আসাদ বলেন, ‘অপর পক্ষ থেকে কে থাকবে? সেটা এখনও আমরা জানি না। তারা কি সত্যিকারের বিরোধী গোষ্ঠী?’

সিরিয়ায় চলমান অস্ত্রবিরতির লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন আসাদ। এখনও সিরিয়ার যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেগুলোসহ পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকে সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয় আসাদ সরকার ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। সিদ্ধান্ত অনুযায়ী,আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছাড়া বাকি পক্ষগুলো এ অস্ত্রবিরতি কার্যকরে ভূমিকা রাখবে। তবে যেসব এলাকায় জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর লড়াই চলছে,সেগুলো অস্ত্রবিরতির আওতায় থাকবে। কিন্তু যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী অস্ত্রবিরতি চলার সময়েই গত ৭ জানুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হন। 

/এফইউ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!