X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তিন মাসে বাংলাদেশে ৬৫ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ০৯:০৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০৯:১০
image

পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর গত তিন মাসে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এরমধ্যে এক তৃতীয়াংশই অর্থাৎ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে গত সপ্তাহে। সোমবার (৯ জানুয়ারি) জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয় থেকে দেওয়া সাপ্তাহিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়ানঘি লী এর ১২ দিনের মিয়ানমার সফরের শুরুর দিনটিতেই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। মিয়ানমারের সহিংস পরিস্থিতি নিয়ে তদন্ত করতেই ওই সফরে গেছেন ইয়ানঘি লী।

সোমবার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘গত এক সপ্তাহে নতুন করে ২২ হাজার মানুষ রাখাইন রাজ্য থেকে সীমান্ত পাড়ি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ৫ জানুয়ারি পর্যন্ত করা হিসেব অনুযায়ী, ৬৫ হাজার মানুষ কক্সবাজারের রেজিস্ট্রার্ড ক্যাম্প, অস্থায়ী বসতি এবং স্থানীয় লোকজনের আশ্রয়ে বাস করছে।’
এদিকে ইয়ানঘি লী সোমবার মিয়ানমারের কাচিন রাজ্যে নিজস্ব তদন্ত শুরু করেছেন। কাচিন রাজ্যেও সেনাবাহিনী ও জাতিগত গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০ জানুয়ারি মিয়ানমার ছাড়ার আগে রাখাইন রাজ্য সফরের কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসের ৯ তারিখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। আর তখন থেকেই শুরু হয় সেনাবাহিনীর দমন প্রক্রিয়া। মিয়ানমার কর্তৃপক্ষের দাবি,এরপর থেকেই রাখাইন রাজ্যে 'ক্লিয়ারেন্স অপারেশন'চালিয়ে যাচ্ছেন তারা। জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ তোলা হয় দুই দফায়। এবারের সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের।  ২০১২ সালে মিয়ানমার সরকারের মদদপুষ্ট উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের তাণ্ডবে প্রায় ২০০ রোহিঙ্গা নিহত হন। ঘর ছাড়তে বাধ্য হন ১ লাখেরও বেশি মানুষ।


সূত্র: আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের