X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ব্যাপারে ‘স্পর্শকাতর তথ্য’ থাকার অভিযোগ অস্বীকার রাশিয়ার

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০০:১৮
image

ট্রাম্প ও পুতিন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাশিয়ার কাছে ‘স্পর্শকাতর তথ্য’ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ অভিযোগকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে তারা।

উল্লেখ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চার প্রধান গোয়েন্দা সংস্থার প্রধানরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়ার হ্যাকিংজনিত গোপন প্রতিবেদন উপস্থাপন করেন। ওই প্রতিবেদনের ব্যাপারে জানাশোনা রয়েছে মঙ্গলবার এমন দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় ট্রাম্প ও ওবামার কাছে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে ট্রাম্পের সঙ্গে রাশিয়া সমঝোতার চেষ্টা করেছিল। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ট্রাম্প রুশ ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক ও ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন আর তাদেরকে রুশ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দা বিশেষজ্ঞরা। অবশ্য যুক্তরাষ্ট্রের ওই দুই কর্মকর্তা বলছেন, সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার সরবরাহ করা কিছু তথ্য আগে ভ্রান্ত বলে প্রমাণ হয়েছে। তাই এ তথ্যগুলোও ভ্রান্ত কিনা তা জানতে এফবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ট্রাম্পের তথ্য গোপন রাখার অভিযোগ অস্বীকার করেছে। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এ অভিযোগটি ‘সাজানো’। সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এমন অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে খবরটি প্রকাশের পর একটি টুইট করেছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘ভুয়া সংবাদ-এটি পুরোপুরি রাজনৈতিক নির্যাতন!’

বুধবার আরেকটি টুইটে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া আমার সঙ্গে কখনও আপোসে যাওয়ার চেষ্টা করেনি। রাশিয়ার সঙ্গে আমার কিছু নেই-কোনও চুক্তি, ঋণ, কিছুই নেই!’

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক মূল্যায়ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল,৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করেছিল। আর গত ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অংশ হিসেবে যেসকল হ্যাকিং হয়েছে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ব্যক্তিগতভাবে জড়িত’ বলে বিশ্বাস করেন মার্কিন গোয়েন্দারা। এরই ধারাবাহিকতায় জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের চারটি গোয়েন্দা সংস্থার প্রধানরা ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনটির আংশিক সর্বসাধারণের জন্য প্রকাশ করা হলেও ট্রাম্প এবং ওবামার কাছে প্রতিবেদনটির বিস্তারিত উপস্থাপন করা হয়।

/এফইউ/ 

সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া