X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ন্যাটোর শক্তি বৃদ্ধির জবাবে বিমানবিধ্বংসী মিসাইল মোতায়েন রাশিয়ার

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০০:০৩

ন্যাটোর শক্তি বৃদ্ধির জবাবে বিমানবিধ্বংসী মিসাইল মোতায়েন রাশিয়ার রুশ সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শক্তি বৃদ্ধির জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। রাজধানী মস্কোর প্রতিরক্ষায় বিমানবিধ্বংসী অত্যাধুনিক এস-৪০০ মিসাইল মোতায়েন করেছে দেশটি। এসব মিসাইল মস্কোর আশপাশে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত এস-৪০০ গ্রাউলার মিসাইল ব্যবস্থা রাজধানী মস্কোকে ঘিরে আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। বিমানবাহিনীর একটি রেজিমেন্টকেও মস্কোতে মোতায়েন করার কথা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর কাছে শিগগিরই এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থাসহ যে কোনও সময় যুদ্ধ করতে প্রস্তুত বিমানবাহিনীর অপর একটি রেজিমেন্টকেও মোতায়েন করা হবে।

এস-৪০০ মিসাইল ব্যবস্থা রাশিয়ায় ট্রায়াম্ফ নামে পরিচিত হলেও ন্যাটো এটাকে গ্রাউলার নামেই অভিহিত করে। এটা রাশিয়ার সর্বাধুনিক ভূমি থেকে আকাশে ছোঁড়ার মিসাইল ব্যবস্থা। এটি ২৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব মিসাইল মস্কোর ১৫ মাইল দক্ষিণের শহর পোডলস্ক-এ মোতায়েন করা হয়েছে।

এসব মিসাইল মোতায়েন রুশ নাগরিকদের নিরাপত্তা ও মস্কোর প্রতিরক্ষা নিশ্চিত করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি বিবৃতিতে, কোনও নির্দিষ্ট শত্রুর কথা উল্লেখ করা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে পূর্ব ইউরোপের ন্যাটো ট্যাংক ও সেনা মোতায়েনের পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতেই এ মিসাইল মোতায়েন করা হয়েছে।

এর আগে গতবছর নভেম্বরে পোল্যান্ড সীমান্তবর্তী ছিটমহল কালিনিনগ্রাদেও এই মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছিল রাশিয়া।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো। তারই অংশ হিসেবে গত সপ্তাহে কয়েকশ মার্কিন সেনা ও ট্যাংক জার্মানিতে পৌঁছায়। এসব সেনা ও ট্যাংক পূর্ব ইউরোপের দেশগুলোর সীমান্তে মোতায়েন করা হবে।

ন্যাটোর এ পদক্ষেপ রাশিয়ার প্রতি কোনও বার্তা কি-না? এমন প্রশ্নের জবাবে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল টিমোথি ম্যাকগুইর সাংবাদিকদের বলেন, শান্তি বজায় রাখার সবচেয়ে ভালো উপায় হলো প্রস্তুতি নেওয়া। এটা শুধু শক্তি প্রদর্শন এবং এ অঞ্চল ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটো সদস্য জার্মানি, কানাডা ও ব্রিটেন আরও প্রায় এক হাজার সেনা পাঠাচ্ছে। এসব সেনাদেরও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াতে মোতায়েন করা হবে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা