X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর শনাক্ত করতে বিবিসির কমিটি গঠন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৩:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৩২

বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভ্রান্তিকর ও ভুয়া খবর শনাক্ত করতে কমিটি গঠন করেছে বিবিসি। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির নিউজ চিফ জেমস হারডিং গত বুধবার কর্মীদের জানিয়েছেন, ‘সম্প্রতি অনলাইনে ভুল তথ্য ছড়ানোর প্রভাবের বিষয়ে রাজনীতিবিদ ও সংবাদ সংস্থার উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাই অনলাইনে মিথ্যা, বিকৃত ও অতিরঞ্জিত খবরের বিষয়ে বিবিসি ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা গল্পগুলো সাময়িকভাবে শনাক্তের কাজ করা হলেও পরবর্তীতে স্থায়ীভাবে করা হবে। এ কাজটি করতে একটি পূর্ণাঙ্গ দল সব সময় কাজ করবে।’

হার্ডিং বলেন, ‘বিবিসি ইন্টারনেটে ছড়ানো মিথ্যা সংবাদ সম্পাদনা করতে পারবে না কিন্তু বিষয়টি ধরিয়ে দিতে পারবে। আমরা প্রাথমিক ভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন সংবাদ বা গল্প পরীক্ষা-নিরীক্ষা করবো। তবে আমরা ইতোমধ্যে ফেসবুকের সঙ্গে কাজ করছি। সেখানে আমরা দেখেছি, অনেক মিথ্যা তথ্য নিউজ আকারে ছড়ানো হয়। আমরা এ বিষয়ে একটি বাস্তবভিত্তিক প্রতিবেদন প্রকাশ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা জনপ্রিয় হওয়ার চেয়ে জনসেবা হিসেবে এ কাজটি করতে চাই। আমাদের লক্ষ্য বিভিন্ন স্টাইল ও ফরম্যাট ব্যবহার করা। যেমন: অনলাইন টিভি ও রেডিও।’

দি গার্ডিয়ানের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের গণভোট এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতো বড় বড় ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে অনেক মিথ্যা সংবাদ ছড়ানো হয়। অধিকাংশ গল্পের লক্ষ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে বিজ্ঞাপনের রাজস্ব আয় করা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই একমাত্র প্লাটফর্ম যেখানে সবচেয়ে বেশি মিথ্যা খবর ছড়ায়। গতবছর ফেসবুক কর্তৃপক্ষ মিথ্যা খবর ছড়ানো বন্ধ করতে ব্যবহারকারীদের অভিযোগ করার অপশন চালু করে।

বিবিসি রিয়ালিটি চেক টিম প্রধানত মিথ্যা ও বিভ্রান্তিমূলক কনটেন্টের ওপর জোর দেবে। যা মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে।     

/এসএনএইচ/টিএন/    

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা