X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পেনশনের দাবিতে অনশন করবেন যুক্তরাজ্যের পরমাণু প্রতিষ্ঠানের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৫৫

পেনশনের দাবিতে অনশন করবেন যুক্তরাজ্যের পরমাণু প্রতিষ্ঠানের কর্মকর্তারা

যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র উৎপাদন ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তারা প্রতিশ্রুত পেনশনের দাবিতে অনশন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের অ্যাটোমিক ওয়েপন এস্টাবলিশমেন্ট (এডব্লিউই)-এর কর্মকর্তা-কর্মচারীরা ৪৮ ঘণ্টা অনশন পালনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ ও ৩০ জানুযারি তারা এ অনশন পালন করবেন। অনশনে প্রতিষ্ঠানটির বার্কশায়ারের অলডারমাস্টন ও বার্গফিল্ডে দুটি ইউনিটে প্রায় ৬শ’ সদস্য কর্মরত রয়েছেন।

কর্মচারীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা মনে করছি প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। কারণ প্রায় এক দশক আগে আমাদের পেনশন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই সময় আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রাইভেট সেক্টরে পদায়ন করা হয়। আমরা মনে করছি আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বেনিফিট স্কিম বন্ধ করে দেওয়ায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছি।’

কর্মকর্তাদের ইউনয়নের আঞ্চলিক অফিসার বব মিডলটন বলেন, ‘১৯৯০ সালে তৎকালীন টরি সরকার আমাদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়ে প্রাইভেট সেক্টর ট্রান্সফার করেছিল। কিন্তু এখন আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ওই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘দাবি আদায় না হলে এই মাসের শেষের দিকে চারদিন অনশন পালনের কর্মসূচি দেওয়া হবে। তবে এটা কোনও রাজনৈতিক অনশন নয়। আমাদের সহকর্মীরা স্বেচ্ছায় ওই অনশনে অংশ নেবেন।’

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, নতুন যে পেনশন স্কিম দেওয়ার প্রস্তাব করা হয়েছে সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

/এসএনএইচ/টিএন/   

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া