X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কিউবানদের জন্য 'ওয়েট ফুট, ড্রাই ফুট' নীতির অবসান

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১২:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৫:৫৯
image

সাম্প্রতিক সময়ে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বদলাচ্ছে ভিসা ছাড়া প্রবেশকারী কিউবানদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিয়ে দীর্ঘদিন ধরে যে নীতিমালা প্রচলিত রয়েছে তার অবসান ঘোষণা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এর বিনিময়ে, হাভানাও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত কিউবানদের গ্রহণ করতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কিউবা। এদিকে মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবানদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
১৯৬০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-কিউবার মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে। এরপর প্রায় পাঁচ দশক ধরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এ কারণে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কও নষ্ট হয়। পরে কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগী হয় ওবামা প্রশাসন। বিশেষ করে ২০১৪ সাল থেকে সম্পর্কোন্নয়নের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর তারই অংশ হিসেবে এবার বিতর্কিত ‘ওয়েট ফুট, ড্রাই ফুট’ নীতি বিলুপ্ত করার ঘোষণা দিলো ওবামা প্রশাসন।
বারাক ওবামা বলেন, ‘এ পরিবর্তনের মধ্য দিয়ে, আমরা আইনের সঙ্গে সঙ্গতি রেখেই অন্য দেশের অভিবাসীদের মতো করেই কিউবানদের গ্রহণ করতে পারব।’ এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে কিউবার সরকার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০ বছরের ওই পুরনো নীতির আওতায় এতোদিন যেসব কিউবান অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেন তাদেরকে এক বছর পর আইনিভাবে স্থায়ী বাসিন্দা করা হতো। দশকের পর দশক ধরে কিউবানদের প্রতি ওয়াশিংটনের যে নীতিমালা সেক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। তাহল- ক্যারট এবং স্টিক। এর মধ্যে স্টিক হলো, কিউবার ওপর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অবরোধ আরোপ। কংগ্রেসের অনুমতি ছাড়া তা বাদ দেওয়া যায় না। কিন্তু ক্যারট নীতিটি একটি বিশেষ অভিবাসন অধিকার যা কেবল কিউবানদের সামনেই দোলায়মান থাকে। অন্য দেশের অভিবাসীরা এ সুযোগ পান না। এ নীতিটি হলো ‘ওয়েট ফুট, ড্রাই ফুট’।




কয়েক দশক ধরে ওয়েট ফুট ড্রাই ফুট নীতি প্রচলিত
ওই নীতির আওতায় যেসব কিউবান একবার যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে শুকনো পদক্ষেপ ফেলতে পারেন তবে তার ভিসা না থাকলেও যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারেন। এবং তিনি নাগরিকত্বের আবেদনও করতে পারেন। আবার সাগরপথে পাড়ি দেওয়ার সময় কিউবানদের যদি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড শনাক্ত করে ফেলে এবং তাদের গতিরোধ করে তবে সেসকল কিউবান ওই সুবিধা পায় না। দীর্ঘদিন ধরে প্রচলিত এ নীতির সমালোচনা করে আসছিল কিউবার সরকার। তাদের অভিযোগ, এ নীতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কিউবানদের মগজ ধোলাইয়ের চেষ্টা করছে এবং হাজার হাজার মানুষকে প্রতিবছর ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য উৎসাহিত করছে। ল্যাটিন-আমেরিকান লবি গ্রুপগুলোও এর বিরোধিতা করে। তাদের অভিযোগ, এ নীতির কারণে কিউবানরা অভিবাসনের দিক দিয়ে অন্য ল্যাটিনোদের চেয়ে বেশি সুবিধা পান।

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা