X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে পুতিনের সঙ্গে সম্মেলনের পরিকল্পনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর পরই প্রথম বিদেশ সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্মেলনের পরিকল্পনা করছেন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। প্রকাশিত খবর অনুসারে, আইসল্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

দ্য সানডে টাইমসকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানিয়েছে, ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ‘পুনর্স্থাপন’ করবেন ট্রাম্প।

খবরে বলা হয়েছে, দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র সীমিত করা সংক্রান্ত চুক্তি করতে ট্রাম্প কাজ শুরু করবেন।

সানডে টাইমস জানায়, ট্রাম্প-পুতিন সম্মেলন করতে একমত হয়েছে মস্কো।

তবে আইসল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মেলনের পরিকল্পনার ব্যাপারে তারা কিছু জানে না। যদিও ওয়াশিংটন-মস্কোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে সম্মেলন আয়োজনে দেশটি আগ্রহী।

এর আগে ১৯৮৬ সালে স্নায়ুযুদ্ধ চলাকালে আইসল্যান্ডের রিকজাভিকে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের সঙ্গে রোনাল্ড রিগান বৈঠক করেছিলেন।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের দল ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কম্পিউটার ও ইমেইল হ্যাকিংয়ে রাশিয়ার নাম জড়িয়ে পড়ে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেদন দেয় যে, ট্রাম্পকে জেতাতে ও মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা হ্যাকিংয়ে রাশিয়া জড়িত এমন অভিযোগের প্রেক্ষিতে দেশটির ৩৫ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেন। তবে ট্রাম্প সব সময় অস্বীকার করে আসছেন যে, রাশিয়া তাকে সহযোগিতা করেছে। সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ওবামার আরোপ করা নিষেধাজ্ঞা তিনি প্রত্যাহার করে নিতে পারেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান