X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩৭, আরও প্রাণহানির শঙ্কা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৬
image

তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল বিমানটি সোমবার (১৬ জানুয়ারি) কিরগিজস্তানের আবাসিক এলাকায় টার্কিশ এয়ারলাইন্সের মালবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিরগিজ কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি নিশ্চিত করেছে। প্রাথমিক খবরে মৃতের সংখ্যা ৩২ বলে জানানো হয়েছিল। এদিকে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার হংকং থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে কিরগিজস্তানের মানাস বিমানবন্দরে বিমানটির যাত্রাবিরতি করার কথা ছিল। ঘন কুয়াশার কারণেই এ যাত্রাবিরতির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার উত্তরে মানাস বিমানবন্দরের কাছের ঘর-বাড়ির ওপর বোয়িং ৭৪৭ বিমানটি বিধ্বস্ত হয়। সেসময় বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে এবং প্রাণহানি হয়। নিহতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।

কিরগিজস্তানের জরুরি ব্যবস্থা সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র এলিরা শারিপোভা সিএনএন-কে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সংখ্যা দ্রুত বাড়ছে। ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন।’

শারিপোভা আরও জানান, যে গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানকার ১৫টি ঘর ধ্বংস হয়ে গেছে।

অবশ্য ওই পণ্যবাহী বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দুই পাইলটসহ ওই বিমানটিতে ১০ জন আরোহীর বসার ব্যবস্থা ছিল।

ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ এখনও জানা যায়নি। তবে কিরগিজস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কাবার এজেন্সিকে জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রী কুবাতবেক বরোনোভ বলেন, কম দৃশ্যমানতাকে একটি কারণ বলে মনে করা হচ্ছে।

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…