X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মিসরের উচ্চ আদালতেও সৌদি আরবকে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে স্থগিতাদেশ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫
image

লোহিত সাগরের দ্বীপ লোহিত সাগরের দুটি জনবসতিহীন দ্বীপ সৌদি আরবকে হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করে নিম্ন আদালতের জারি করা রুলটি মিসরের উচ্চ প্রশাসনিক আদালতেও বহাল রাখা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) মিসর সরকারের পরিকল্পনা নাকচ করে আদালত চূড়ান্ত রুল জারি করে। এক চুক্তির আওতায় দ্বীপগুলোর মালিকানা সৌদি আরবের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল মিসর সরকার। আর সরকারের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মিসরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিরান ও সানাফির নামের দ্বীপ দুটি হস্তান্তর বন্ধ করতে নিম্ন আদালত যে রায় দিয়েছিল তা উচ্চ প্রশাসনিক আদালত বহাল রেখেছে। আকাবা উপসাগরের মুখে অবস্থিত এ দ্বীপগুলো ইসরায়েল ও জর্ডানের বন্দর শহর এইলাত ও আকাবার উত্তরের দিকে এগিয়ে যাওয়া সরু জাহাজের লেনগুলোকে নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য, ২০১৫ সালে দ্বীপগুলোকে সৌদি আরবের কাছে হস্তান্তর নিয়ে একটি চুক্তি হয়। প্রতিক্রিয়ায় মিসরের জনগণ ক্ষোভে ফেটে পড়েন। অনেকে অভিযোগ করতে থাকেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবের কাছে টাকার বিনিময়ে দ্বীপগুলো বিক্রি করে দিচ্ছেন। অবশ্য সেনা ক্ষমতার ধারক সিসির দাবি, দ্বীপগুলো সবসময় সৌদি আরবেরই মালিকানায় ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার বিচারক যখন মিসর সরকারের পরিকল্পনা নাকচ করে রায় পড়ে শোনাচ্ছিলেন তখন আদালতে উপস্থিত মিসরীয়দের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন, ওই দ্বীপগুলো যে সৌদি আরবের তা সরকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
লোকসভা নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের