X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের গির্জায় কোরআন পড়ায় বিতর্ক

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৭ জানুয়ারি ২০১৭, ০১:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০১:৪৫
image

গ্লাসগো শহরের সেইন্ট ম্যারি’স এপিসকোপাল ক্যাথেড্রাল গত সপ্তাহে এপিফানি বা যিশুর আবির্ভাব উদযাপন উপলক্ষ্যে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের সেইন্ট ম্যারি’স এপিসকোপাল ক্যাথেড্রালে এক অতিথি বক্তা কোরআন-এর ১৯ নম্বর সূরা (সূরা মরিয়াম) থেকে একাংশ পড়ে শোনান। আর এতেই শুরু হয় বিতর্ক। অনলাইনে আক্রমণাত্মক হুমকি দেওয়া হয় চার্চকে। যার তদন্ত করছে পুলিশ।

এ প্রসঙ্গে চার্চ প্রিমাস-এর ডেভিড চিলিংওর্থ বলেন, ‘যে সিদ্ধান্তের জন্য এমন অবস্থার সৃষ্টি হলো, তা সেইন্ট ম্যারি’স ক্যাথেড্রালের প্রভোস্ট এবং ক্যাথেড্রাল সম্প্রদায়ই নিয়েছে। তবে এমন ভয়াবহ আক্রমণের জন্য স্কটিশ এপিসকোপাল চার্চ গভীরভাবে আহত বোধ করছে।’   

তিনি আরও বলেন, ‘ক্যাথেড্রাল সম্প্রদায়কে যেভাবে অপদস্থ করা হলো, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। ক্যাথেড্রালে যা হয়েছে, তার জন্য স্কটিশ এপিসকোপাল চার্চ আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়নের সঙ্গে জড়িতদের ডেকে পাঠাবে।’

গত সপ্তাহে ওই এপিফানি উদযাপন অনুষ্ঠানে গ্লাসগোর মুসলিম সম্প্রদায়কেও গির্জায় আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৯ বছর বয়সী ব্রিটিশ মুসলিম শিক্ষার্থী মদিনা জাভেদ কোরআন-এর সূরা মরিয়াম-এ বর্ণিত যিশুর জন্ম সম্পর্কিত বক্তব্য পাঠ করেন। মুসলিমরা যিশুকে ‘নবী’ হিসেবে শ্রদ্ধা করলেও তাকে ‘ঈশ্বরের পুত্র’ বলে স্বীকৃতি দেন না। আর কোরআন-এর ওই বক্তব্যও জাভেদ পড়ে শোনান।

এ প্রসঙ্গে ক্যাথেড্রালের প্রভোস্ট কেলভিন হোল্ডওর্থ জানান, দুই পৃথক বিশ্বাসের বোঝাপড়ার জন্যই তা পড়ে শোনানো হয়।

তবে রোচেস্টারের বিশপ মাইকেল নাজির আলী গির্জার এমন আচরণকে ‘অসুস্থ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘খ্রিস্টানরা তাদের সহ-নাগরিকদের বিশ্বাস সম্পর্কে জানতে নিজেরা কোরআন বা তার অনুবাদ পড়তে পারেন। কিন্তু গির্জায় জনসমক্ষে প্রার্থনার সময়ে তা পড়ে শোনানো একেবারেই ভিন্ন কথা।’

পুলিশ কর্তৃপক্ষ অনলাইনে ক্যাথেড্রাল সম্প্রদায়কে দেওয়া হুমকির বিষয়ে তদন্ত করছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এখন শুধু এটুকুই বলতে পারি যে, গ্লাসগোর সেইন্ট ম্যারি’স এপিসকোপাল ক্যাথেড্রালের বিরুদ্ধে যেসব বক্তব্য সামনে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘স্কটল্যান্ড পুলিশ কোনও রকম ঘৃণাকে সহ্য করবে না। আর কেউ যেন নিজেকে আতঙ্কিত বা বিচ্ছিন্ন মনে না করেন, সেজন্য সকল সম্প্রদায়ের একসঙ্গে কাজ করাকে আমরা উৎসাহিত করি।’  

/এসএ/ 

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা