X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইস্তানবুলের নাইট ক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ০৬:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০৬:০৪
image

সন্দেহভাজন হামলাকারী আবদুলকাদির মাশারিপভ নতুন বছরের রাতে তুরস্কের ইস্তানবুল শহরের নাইট ক্লাবে জঙ্গি হামলার প্রধান সন্দেহভাজন আবদুলকাদির মাশারিপভকে আটক করা হয়েছে।

৩১ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১টার দিকে ইস্তানবুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইট ক্লাবে চালানো ওই ভয়াবহ হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন অন্তত ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। ধারণা করা হয়, হামলাকারীরা ভাড়া করা ট্যাক্সিতে করে ওই নাইট ক্লাবে পৌঁছায়।

সন্দেহভাজন আবদুলকাদির একজন উজবেক নাগরিক। তাকে ইস্তানবুলের ইসেনিউর্ট জেলা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করার সময় আবদুলকাদির এক কিরগিজ বন্ধুর বাসায় ছিলেন। সঙ্গে তার চার বছর বয়সী ছেলেও ছিল। 

তুর্কি সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে, আবদুলকাদিরকে জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ওই সন্দেহভাজনকে মপধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য উল্লেখ করে সংবাদপত্রটি আরও জানিয়েছে, ২০১৬ সালের শুরুর দিকে এই উজবেক নাগরিক তুরস্কে পৌঁছায়। তখন তার সম্ভাব্য নাম ছিল ইবু মুহাম্মদ হোরাসানি। এই ব্যক্তি মধ্য তুরস্কের কোনিয়া শহরে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে হুরিয়েত জানাচ্ছে, গত ১৫ ডিসেম্বর ইস্তানবুল পৌঁছায় আবদুলকাদির।

উল্লেখ্য, জঙ্গি হামলা চালানোর সময় ওই ক্লাবে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীদের একজন সান্তা ক্লজের বেশে ছিল। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত গাড়ি এবং বেশকিছু অ্যাম্বুলেন্স। হামলার পর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়।

ওই  হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘তুরস্কে ক্রুশের সুরক্ষাকারীদের বিরুদ্ধে আইএস পরিচালিত পবিত্র অভিযানের ধারাবাহিকতায় ইস্তানবুল হামলা চালানো হয়েছে। খিলাফতের একজন বীর সৈনিক এমন এক সুবিখ্যাত নাইট ক্লাবে হামলা চালিয়েছে, যেখানে খ্রিস্টানরা ইসলামবিরোধী ছুটির দিন কাটায়।’  

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
পুতিনের দেওয়া গাড়িতে চড়ে কিমের মহড়া পরিদর্শন
সর্বশেষ খবর
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই