X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়তে পারে প্লেগ: বিজ্ঞানীদের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭
image

অস্ট্রেলিয়ায় ইঁদুরের সংখ্যা বাড়ছে দ্রুততার সঙ্গে অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআরও জানিয়েছে, বর্তমানে দেশটি এমন এক অবস্থায় রয়েছে, যেখানে যে কোনও সময়ে ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে প্লেগ। সিএসআইআরও জানিয়েছে, দেশটির ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় ধারণার চেয়েও অধিক সংখ্যায় ইঁদুর রয়েছে।

প্লেগ ছড়িয়ে পড়ার জন্য কোনও এলাকার প্রতি হেক্টর জমিতে এক হাজারেরও বেশি ইঁদুর থাকার কথা। সিএসআইআরও-এর গবেষক স্টিভ হেনরি জানাচ্ছেন, যদি অবস্থা এভাবেই এগোতে থাকে, তাহলে কয়েক মাসের মধ্যেই ইঁদুরের সংখ্যা প্লেগের পর্যায়ে পৌঁছে যাবে।  

হেনরি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে বলেন, ‘আমরা একটি চমৎকার বসন্ত কাটিয়েছি, যেখানে রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন হয়েছে। আর এই পরিস্থিতি ইঁদুরদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে খুবই সহায়ক।’

তিনি প্লেগ ছড়িয়ে পড়ার জন্য হেক্টর প্রতি কতোটি ইঁদুর থাকতে হবে, তা নিশ্চিত করতে না পারলেও জানিয়েছেন, কোনও জমিতে হেক্টর প্রতি পাঁচটি পর্যন্ত ইঁদুর থাকাটা স্বাভাবিক।

সিএসআইআরও জানিয়েছে, ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া এবং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে, যেখানে প্রচুর শস্য উৎপাদিত হয়, সেখানে নিয়মিতই প্লেগের আশঙ্কা লেগে থাকে।

দেশটির ৪০ শতাংশ কৃষিজ আয় আসে ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া থেকে। ইঁদুরের সংখ্যা বৃদ্ধি আশঙ্কাজনক হারে বাড়তে থাকলে কৃষি ফার্মগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। হেনরি জানান, আক্রান্ত এলাকাগুলোর বাড়িতে, গাড়িতে, সর্বত্র ছড়িয়ে পড়ছে ইঁদুর।

এই ইঁদুর প্রথম অস্ট্রেলিয়ায় আসে ইউরোপীয় সেটেলারদের মাধ্যমে। সহায়ক প্রাকৃতিক পরিবেশের কারণে এই ইঁদুর ক্রমেই দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

সূত্র: বিবিসি। 

/এসএ/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা