X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অভিষেকে অংশ না নিলে টিকিট ফেরত দিন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ২৩:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২৩:৪১

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। সপ্তাহব্যাপী বিক্ষোভের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির অন্তত ৬০ জন কংগ্রেসম্যান ট্রাম্পের শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন। তবে স্থানীয় সময় বুধবার সকালে ফক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বর্জনকারীদের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘আশা করি তারা আমাকে টিকিট ফেরত দেবেন।’

সম্প্রতি শপথ অনুষ্ঠানকে ঘিরে নাগরিক অধিকার রক্ষায় সপ্তাহব্যাপী প্রতিবাদ শুরু করা কংগ্রেসম্যান জন লুইসকে টুইটে আক্রমণ করেন ট্রাম্প। মূলত এর জের ধরেই অনেক কংগ্রেসম্যান ট্রাম্পের শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন। এর প্রেক্ষিতেই ট্রাম্প তাদের কাছে টিকিট ফেরত চান।

সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ব্রিফিং রুম পরিবর্তনের বিষয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ব্রিফিং রুম পরিবর্তন করা হবে না। তবে সেখানে কারা প্রবেশাধিকার পাবেন সেটা নিয়ন্ত্রণ করা হবে।

এর আগে টিম ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমকে আরও বড় পরিসরে স্থানান্তরের কথা উঠেছিল। ভবনের পশ্চিম পাশের ছোট ব্রিফিং রুমটি ওল্ড এক্সিকিউটিভ ভবনে স্থানান্তরের কথা বলেছিলেন তারা। এটিও হোয়াইট হাউস কমপ্লেক্সের অংশ। তবে সমালোচনার মুখে এটা পরিবর্তন না করার কথা জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, এটা পরিবর্তন করা হবে না। তবে সংবাদমাধ্যমের কিছু লোকজনকে এখানে প্রবেশ করতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অনেকেই সেখানে যেতে আগ্রহী। ফলে আমরা অপেক্ষাকৃত বড় একটি রুমের কথা বলেছিলাম। কিন্তু তারা পাগলামো করেছে। শিগগিরই তারা একটি বড় রুম প্রার্থনা করবে। আপনারা এটা দেখবেন।

হোয়াইট হাউসের বর্তমান প্রেস রুমে ৪৯টি আসন রয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’কে এই আসনগুলো বরাদ্দ দেওয়া হয়।

অত্যধিক টুইটার ব্যবহার নিয়ে ট্রাম্পের অনেক সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, একজন রাষ্ট্রপ্রধান দেশের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে এভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতে পারেন না। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি টুইট করা পছন্দ করি না। আমার আরও কাজ রয়েছে। আমি আমি খুব অসৎ মিডিয়া পেয়েছি, খুবই অসৎ। ফলে এটাই আমার জন্য একমাত্র বিকল্প।’

ট্রাম্প বলেন, ফেসবুক ও ইন্সটাগ্রামের মতো মাধ্যমগুলোর সুবাদে আমি এখন ৫০ মিলিয়ন মানুষের কাছে যাচ্ছি। ফলে লোকজন যখন আমাকে ভুলভাবে উপস্থাপন করবে... আমার হাতে অন্তত এটা বলার একটা উপায় আছে যে, এটা মিথ্যা। এখন মিডিয়া যদি সৎ হতো; যেটা তারা নয়; তাহলে আমি অবশ্যই টুইটার ব্যবহার করতাম না।

উল্লেখ্য, ফক্স নিউজ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় সবকটি সংবাদমাধ্যমের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক নেতিবাচক। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সিএনএন-এর প্রতিনিধির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মূলধারার সংবাদমাধ্যমগুলোর কয়েকজন প্রতিবেদকের নাম উল্লেখ করে তাদের সমালোচনাও করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
সর্বশেষ খবর
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই