X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ম্যানিংয়ের মুক্তির পর এবার যুক্তরাষ্ট্রে যেতে ‘রাজি’ অ্যাসাঞ্জ!

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ০৫:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৫:৫৬

ম্যানিংয়ের মুক্তির পর এবার যুক্তরাষ্ট্রে যেতে ‘রাজি’ অ্যাসাঞ্জ! বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে যেতে রাজি বলে জানিয়েছেন তার এক আইনজীবী। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোপন নথি ফাঁসকারী চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দেওয়ার পরপরই এ তথ্য জানালেন অ্যাসাঞ্জের আইনজীবী। অবশ্য গত সপ্তাহেই উইকিলিকস জানিয়েছিল, যদি চেলসি ম্যানিংকে মুক্তি দেওয়া হলে যুক্তরাষ্ট্রে যেতে অ্যাসাঞ্জ রাজি আছেন।

২০১২ সাল থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। এক যৌন হয়রানির মামলায় সুইডেন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। অ্যাসাঞ্জ যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আশঙ্কা তিনি যদি দূতাবাস থেকে বের হন তাহলে মার্কিন গোয়েন্দারা তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। যদিও বর্তমানে প্রকাশ্যে তাকে ফিরিয়ে নিতে চায় শুধু সুইডেন।

ম্যানিংয়ের শাস্তি মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাসাঞ্জ। চেলসি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় লাখ গোপন নথি ফাঁস করেছিলেন। এক বিবৃতিতে নথি ফাঁসের চেলসির ম্যানিংয়ের প্রশংসা করলেও এক সপ্তাহ আগে দেওয়া উইকিলিকসের প্রতিশ্রুতির ব্যাপারে কিছু বলেননি অ্যাসাঞ্জ। ওই প্রতিশ্রুতি ছিল, ম্যানিংকে মুক্তি দিলে যুক্তরাষ্ট্রে যেতে রাজি অ্যাসাঞ্জ।

তবে অ্যাসাঞ্জের আইনজীবী মেলিন্ডা টেইলর জানিয়েছেন, তিনি (অ্যাসাঞ্জ) যা বলেছেন তাতে অনড় আছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে ম্যানিংকে মুক্তি দেওয়ার জন্য ওবামার সিদ্ধান্তের ক্ষেত্রে জুলিয়ান অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে আসতে রাজি হওয়ার কোনও সম্পর্ক নাই। অ্যাসাঞ্জের প্রতিশ্রুতি এতে কোনও প্রভাব ফেলেনি।

অবশ্য অ্যাসাঞ্জের বিবৃতিতে উইকিলিকস ও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এখন পর্যন্ত অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ আনেনি। তবে কোনও অভিযোগ আনার প্রক্রিয়া চলছে কি না তাও স্পষ্ট নয়। তবে এটা জানা গেছে যে, চেলসি ম্যানিংয়ের নথি ফাঁসের ঘটনা এখনও এফবিআই তদন্ত করছে। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক