X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪

ইসাতো নিজে সাইদি গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসাতো নিজে সাইদি পদত্যাগ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করলেও এখনও পদত্যাগে নারাজ প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। পার্শ্ববর্তী দেশগুলো সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পরও তিনি ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আদামা বারৌর কাছে পরাজিত হন ইয়াহিয়া। গত বৃহস্পতিবার নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে ইয়াহিয়া ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহিয়া। কিন্তু আফ্রিকান ইউনিয়ন তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে।

বুধবার মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলুদ আবদেল আজিজ গাম্বিয়ার রাজধানী বানজুলে গিয়ে ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

এদিকে, সেনেগালের সেনাবাহিনী গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়াকে উৎখাতে সীমান্তে অবস্থান নিয়েছে। যে কোনও সময় সামরিক আগ্রাসন চালানো হতে পারে বলে জানা গেছে। নাইজেরিয়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এবং বিমান বাহিনী নজরদারি করতে পাঠিয়েছে বলে জানা গেছে।

গাম্বিয়ার সেনাপ্রধান ওসমান বাদজি জানিয়েছেন, তার সেনাবাহিনী সেনেগালের সঙ্গে লড়াই করবে না। তিনি বলেন, ‘আমরা সামরিক লড়াইয়ে জড়িত হবো না। এটা একটি রাজনৈতিক বিতর্ক। আমি আমার সেনাদের বোকাদের মতো যুদ্ধে জড়িত হতে দেবো না। আমি আমার মানুষকে ভালোবাসি।’

সামরিক আগ্রাসনের হুমকিতে অন্তত ২৬ হাজার গাম্বিয়ান সেনেগালে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ইয়াহিয়া জামেহ। সূত্র: আল জাজিরা, আফ্রিকা নিউজ।

/এমপি/

সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া