X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সেনেগালে শপথ নিচ্ছেন গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ২১:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ২১:২৮

আদামা বারো
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো প্রতিবেশী দেশ সেনেগালে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেনেগালের রাজধানী ডাকারে নিযুক্ত গাম্বিয়ার দূতাবাসে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ডাকার থেকে আল জাজিরা টেলিভিশনের প্রতিনিধি নিকোলাস হক জানান, আদামা বারো’র এ শপথ অনুষ্ঠানে পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তার ভাষায়, গাম্বিয়ার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।

এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনেগালে নিযুক্ত গাম্বিয়া দূতাবাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দূতাবাস ভবনের ছাদে লাগানো হয়েছে গাম্বিয়ার নতুন একটি পতাকা।

এদিকে গাম্বিয়ার চলমান অস্থিরতার মুখে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসাতো নিজে সাইদি পদত্যাগ করেছেন। এছাড়া মন্ত্রিসভার আরও আট সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে দীর্ঘদিনের সঙ্গীরা ছেড়ে গেলেও এখনও পদত্যাগে নারাজ প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। পার্শ্ববর্তী দেশগুলো সামরিক আগ্রাসনের হুমকি মুখে তিনি ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আদামা বারৌর কাছে পরাজিত হন ইয়াহিয়া। গত বৃহস্পতিবার নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে ইয়াহিয়া ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহিয়া। কিন্তু আফ্রিকান ইউনিয়ন তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে।

বুধবার মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলুদ আবদেল আজিজ গাম্বিয়ার রাজধানী বানজুলে গিয়ে ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

এদিকে, সেনেগালের সেনাবাহিনী গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়াকে উৎখাতে সীমান্তে অবস্থান নিয়েছে। যে কোনও সময় সামরিক আগ্রাসন চালানো হতে পারে বলে জানা গেছে। নাইজেরিয়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এবং বিমান বাহিনী নজরদারি করতে পাঠিয়েছে বলে জানা গেছে।

গাম্বিয়ার সেনাপ্রধান ওসমান বাদজি জানিয়েছেন, তার সেনাবাহিনী সেনেগালের সঙ্গে লড়াই করবে না। তিনি বলেন, ‘আমরা সামরিক লড়াইয়ে জড়িত হবো না। এটা একটি রাজনৈতিক বিতর্ক। আমি আমার সেনাদের বোকাদের মতো যুদ্ধে জড়িত হতে দেবো না। আমি আমার মানুষকে ভালোবাসি।’

সামরিক আগ্রাসনের হুমকিতে অন্তত ২৬ হাজার গাম্বিয়ান সেনেগালে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ইয়াহিয়া জামেহ। সূত্র: আল জাজিরা, আফ্রিকা নিউজ।

/এমপি/

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই