X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে গুড়িয়ে দেওয়া হলো সন্ত্রাসী পরিবারের আস্তানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৫:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৫:১৪

সৌদি আরবের সন্ত্রাসী পরিবার

সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল-আওয়ামীয়া নামক স্থানে একই পরিবারের ছয় সদস্যের এক সন্ত্রাসী দলকে শনাক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সন্ত্রাসী সন্দেহে গত বুধবার মোহাম্মদ হুসাইন আল-ফারাজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তা বাহিনী একই পরিবারের ছয় জনকে সন্ত্রাসী হিসেবে শনাক্ত করে এবং তাদের আস্তানা ধ্বংস করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উন্মুক্তস্থানে মানুষের ওপর গুলি করায় দেশটির নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে মোহাম্মদ হুসাইন আল-ফারাজকে খুঁজছিল। এছাড়াও সে কাতিফে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল।

ওই সন্ত্রাসী দলের অন্যতম সদস্য মোহাম্মদ আলী আব্দুল রহিম আল-ফারাজ। তিনি  মোহাম্মদ হুসাইন আল-ফারাজের বাবা। গত বুধবার আওয়ামীয়ায় নিজ বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তিনি বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।

মাজেদ আলী আব্দুলরহিম আল ফারাজ সন্ত্রাসী দলের আরেক সদস্য। তবে তাকে নিরাপত্তা বাহিনীর সদস্য আটক করতে পারেনি। তার ভাই আব্দুল রহীমের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিরাপত্তা বাহিনী তাকে খুঁজছে। তার অপরাধের মধ্যে রয়েছে- পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া, এক পুলিশ সদস্যকে হত্যা এবং অস্ত্র লুট করা।

সালমান আলী সালমান আর ফারাজ সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মোস্ট ওয়ানটেড ২৩ আসামির অন্যতম। ভাই আব্দুল রহিমের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিরাপত্তা বাহিনী তাকেও খুঁজছে।

এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে আলী বিন আহমাদ আল-ফারাজ এবং তার চাচাতো ভাই হুসাইন মদন আল ফারাজ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আল ফারাজ পরিবার আওয়ামীয়ার পার্শ্ববর্তী আল মাসুরায় বাস করে। পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?