X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর বিষয়ে জানতে ‘সঙ্গে থাকুন’: ট্রাম্প মুখপাত্র

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৫:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৫:৪৭

জেরুজালেম

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এ বিষয়ে বৃহস্পতিবার একটি স্পষ্ট ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র সেন স্পিসার। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে হোয়াইট হাউজের সম্ভাব্য এ মুখপাত্র জানান, ‘‘বিষয়টি সম্পর্কে জানতে ‘সঙ্গে থাকুন’। বৃহস্পতিবার এ বিষয়ে আরও স্পষ্ট ঘোষণা আসতে পারে।’’

নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প তেলআবিবে অবস্থিত ৬৪ বছরের পুরাতন মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। এ ঘোষণায় ফিলিস্তিন ও এর প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বেশ হৈচৈ পড়ে গিয়েছিল। তারা বলেছিল, এ ধরনের প্রস্তাব ফিলিস্তিনের শান্তি প্রস্তাবের সম্ভবনাকে হত্যা করবে।

ফিলিস্তিনের অধিকাংশ অধিবাসী পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করেন। এমনকি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে জেরুজালেমের স্ট্যাটাস খুবই স্পর্শকাতর বিষয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে বিবেচনা করে না। ইসরায়েলে অন্য দেশগুলোর দূতাবাস তেলআবিবে অবস্থিত। তবে ১৯৬৭ সালে আরব যুদ্ধে জেরুজালেম দখলের পরও সেটা ইসরায়েলের অংশ হিসেবে বিবেচনা করে না কোনও দেশই।

এদিকে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে যথেষ্ট বন্ধত্বপূর্ণ আচরণ না করায় ট্রাম্প ইতোমধ্যে ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। যদিও ওবামা প্রশাসন পূর্ব ও পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের বসতি নির্মাণের বিষয়ে বেশ কঠোর ছিল। ফিলিস্তিন পূর্ব ও পশ্চিম জেরুজালেমকে তাদের ভূখণ্ড বলে মনে করে। তাই অধিকাংশ দেশ ফিলিস্তিন ভূখণ্ড দখল করে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ মনে করে। এ সময়ে ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণা ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করবে বলেই আশঙ্কা করছে ফিলিস্তিন।

ট্রাম্পের মুখপাত্র স্পিসার সাংবাদিকদের বলেন, ‘গত আট বছরে ইসরায়েল দাবিদার হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান পায়নি। তাই ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিষয়ে ইসরায়েলকে যথাযথ সম্মান দেখাতে চান।’

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!