X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সহযোগীদের ‘রুশ সংযোগ’ তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৪:১২
image

ট্রাম্পের সঙ্গে ম্যানাফোর্ট গোয়েন্দা নির্দেশে মাত্র কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা হচ্ছে তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিকে। একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা ‘রুশ সংযোগ’ নিয়ে ট্রাম্পের সহযোগীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানাচ্ছে, ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টসহ আরও কয়েকজন রিপাবলিকানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।  

উল্লেখ্য, ম্যানাফোর্ট গতবছর আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান ছিলেন। তিনি রুশপন্থী কোম্পানি রিনাত আখমেতভ, দিমিত্রি ফিরতাশ এবং ওলেগ দেরিপাসকার মতো কোম্পানির সঙ্গে কাজ করেছেন।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি-র সঙ্গে সংযোগ থাকার বিষয়ে ম্যানাফোর্টের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)।

সেই সঙ্গে ট্রাম্প শিবিরের পররাষ্ট্র উপদেষ্টা কার্টার পেইজ এবং রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত বিনিয়োগ প্রতিষ্ঠান রজার স্টোনের বিষয়েও মার্কিন গোয়েন্দারা তদন্ত করছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নেতৃত্বে এনএসএ, সিআইএ এবং মার্কিন অর্থ বিভাগের আর্থিক অপরাধ ইউনিট ওই তদন্ত পরিচালনা করছে।

তবে ট্রাম্প শিবির এমন কোনও তদন্তের বিষয়টি অস্বীকার করেছে। ট্রাম্প শিবিরের মুখপাত্র হোপ হিকস বলেছেন, ‘যে কোনও তদন্ত বা তার ভিত্তি সম্পর্কে আমাদের কিছুই জানা নেই।’

ম্যানাফোর্ট জানিয়েছেন, তার বিরুদ্ধে রুশ সরকারের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। তিনি এসব অভিযোগকে ‘ডেমোক্র্যাটিক পার্টির নোংরা রাজনীতি’ উল্লেখ করে তা অস্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে রুশ সরকার বা রুশ কর্মকর্তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁস সম্পর্কে তিনি বলেছেন, ‘সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে, আমি শুধু সেটুকুই জানি।’  

সম্প্রতি এনএসএ, সিআইএ এবং এফবিআই-এর এক যৌথ প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে পুতিনকে দায়ী করা হয়। এতে দাবি করা হয়, পুতিন তার ‘পছন্দের’ প্রার্থীকে জয়ী করতে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়, ‘আমদের মূল্যায়নে বেরিয়ে এসেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে প্রভাবিত করার নির্দেশনা দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করা, হিলারি ক্লিনটনকে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে তার সমর্থনকে প্রভাবিত করে তাকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের মূল্যায়নে আরও উঠে এসেছে, পুতিন এবং রুশ সরকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করার ক্ষেত্রে পরিষ্কার পক্ষপাতিত্ব ছিল।’  

মার্কিন নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ওবামা গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্মতি দেন। গত ২৯ ডিসেম্বর ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ওবামা প্রশাসন।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না