X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নবাবি আমলের হুক্কা ও ফ্লাস্ক যুক্তরাজ্যের বাইরে নিতে নিষেধাজ্ঞা

অদিতি খান্না, যুক্তরাজ্য
২০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৯

অবিভক্ত বাংলার নবাবি আমলের একটি মূল্যবান হুক্কা ও ফ্লাস্ক (পানীয় রাখার পাত্র) যুক্তরাজ্যের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আঠারো শতকে এই হুক্কা ও ফ্লাস্কটি যুক্তরাজ্যে নিয়ে যান ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ও কমান্ডার-ইন-চিফ রবার্ট ক্লাইভ।

 

নবাবি আমলের  ফ্লাস্ক ও হুক্কা সেট

ধারণা করা হয়, ফ্লাস্কটি  মোগল চুনি, পান্না ও নীলকান্ত মণি দিয়ে তৈরি। আর হুক্কাটিও চুনি দিয়ে তৈরি। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ জয়ের পর ক্লাইভ এগুলো উপহার হিসেবে পেয়েছিলেন।

যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার এই দুটি ঐতিহাসিক মূল্যবান বস্তু দেশটির বাইরে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। যুক্তরাজ্যভিত্তিক এক ক্রেতা ফ্লাস্কটি  ৬০ লাখ ও হুক্কাটি দুই লাখ ৪০ হাজার ব্রিটিশ পাউন্ডে কেনার আগ্রহ প্রকাশের পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

হ্যানকক বলেন, ‘এসব মহামূল্যবান বস্তু শুধু যে অনন্য সুন্দর তা নয়। এগুলোর মধ্য দিয়ে মুঘল সম্রাটদের এবং ওই সময় ভারতে ব্রিটিশদের উপস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেয়। আশা করি, এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন দু’টি ইতিহাস পর্যালোচনার জন্য এ দেশেই থাকবে।’

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বাংলার নবাব সিরাজ-উদ-দৌলাকে পলাশী যুদ্ধে পরাজিত করা ও কলকাতায় গণহত্যার জন্য ক্লাইভ পরিচিত। পলাশী যুদ্ধে ব্রিটিশদের জয় আজকের বাংলাদেশকেও প্রভাবিত করেছিল।

ফ্লাস্কটিকে দুষ্প্রাপ্য হিসেবে মনে করা হয়। কারণ বিশ্বে এমন বস্তু আর নেই। এটার ভেতরের অংশ তৈরি রূপা দিয়ে।পান্না আর চুনি বসানো হয়েছে সোনার ওপর। হুক্কা সেটটি নির্মিত হয়েছে সাদা নীলকান্ত মণি ও চুনি পাথর দিয়ে। যা এক সময় দিল্লির মুঘল সম্রাটদের কাছে ছিল। হুক্কাটিকেও এর দীর্ঘ স্থায়িত্বের জন্য দুষ্প্রাপ্য হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের মূল্যবান পাথর দিয়ে নির্মিত বস্তুগুলো বেশিদিন টেকসই হয় না সাধারণত।

অবশ্য এটা স্পষ্ট নয়, ক্লাইভ এই দুষ্প্রাপ্য ঐতিহাসিক নিদর্শনগুলো কিভাবে পেয়েছিলেন। তবে প্রচলিত আছে যে, ভারতে ব্রিটিশদের অবস্থান যখন জনপ্রিয়তা পেতে শুরু করে তখনই এগুলো ক্লাইভের হাতে আসে।

যুক্তরাজ্যে রিভিউইং কমিটি অন দ্য এক্সপোর্ট অব ওয়ার্কস অব আর্ট অ্যান্ড অবজেক্টস অব কালচারাল ইন্টারেস্ট (আরসিইডব্লিউএ) কর্তৃপক্ষের সুপারিশের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ প্রসঙ্গে আরসিইডব্লিউএ-র চেয়ারম্যান হেইডেন ফিলিপস জানান, এই বস্তুগুলোর স্বকীয় গুণগত মান এবং তাদের অসাধারণ বুদ্ধিবৃত্তিক গুরুত্ব ছাড়াও, কমিটি আমাদের ইতিহাস ও জাতীয় জীবনে এগুলোর ঐতিহাসিক মূল্যকে স্বীকৃতি দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘রবার্ট ক্লাইভ ছিলেন এক অসাধারণ এবং একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিত্ব। তবে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র।’

আরসিইডব্লিউএ জানায়, মুঘল আমলের রাজনৈতিক ও প্রযুক্তিগত ইতিহাস, যেখানে মদ খাওয়া হতো এবং উপহার দেওয়া হতো, তা পাঠ ছাড়াও এই ফ্লাস্ক ও হুক্কা ব্রিটিশ ইতিহাস ও জাতীয় জীবনের সঙ্গে যুক্ত।

ব্রিটিশ রফতানি আইন অনুসারে, ফ্লাস্কটি যুক্তরাজ্যের বাইরে নেওয়ার বিষয়ে ১৭ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়, যার মেয়াদ পরবর্তীতে ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। আর একই আইনে হুক্কাটির ব্যাপারেও ১৭ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যা ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হতে পারে।  

/এএ/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি