X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শপথ মঞ্চে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পেন্স-এর শপথ সম্পন্ন

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ২২:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২২:৫৯

ওবামা যুগের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব ইনচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন তিনি। এরইমধ্যে সম্পন্ন হয়েছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শপথ।

সাড়ে ১১টায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শপথ পড়ান বিচারপতি ক্লেরেন্স টমাস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বাইবেল হাতে নিয়ে পেন্স শপথ পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বেলা ১২টায় প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্টকে শপথ পড়ান। এ সময় ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিংকনের স্মৃতিধন্য বাইবেল। শপথ নেওয়ার পর অভিষেক বক্তৃতা দেন নতুন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী, চার বছর পরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট জানুয়ারির ২০ তারিখ স্থানীয় সময় বেলা ১২টায় প্রধান বিচারপতির কাছে শপথ নেন। তবে লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সকালে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হয় দিনব্যাপী এ কনসার্ট। কনসার্টের পর একই দিন বিকালে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটনের জাতীয় সমাধিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভার সদস্যদের জন্য আয়োজিত বারাক ওবামার চা চক্রে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সকালে গির্জার আনুষ্ঠানিকতা শেষে সোজা হোয়াইট হাউসে যান নবনির্বাচিত প্রেসিডেন্ট। সেখানে বিদায়ী প্রেসিডেন্টের চা চক্রে যোগ দেন তিনি। এর আগে হোয়াইট হাউজের উল্টো দিকে অবস্থিত সেইন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা। মোটর শোভাযাত্রা নিয়ে সেইন্ট জন্স চার্চে পৌঁছান ট্রাম্প। ট্রাম্প ছাড়াও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে সেইন্ট জন্স চার্চে উপস্থিত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিকালে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন! ওয়েলকাম সেলিব্রেশন কনসার্ট’ শিরোনামের সেই কনসার্টের দ্বিতীয় পর্ব শুরু হয় লিংকন মেমোরিয়ালে। কনসার্টের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্ত বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে তুলব।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সব মানুষের জন্য আমেরিকাকে অসাধারণ করে তুলব, সবার জন্যব, সবার জন্যে...’ 
/বিএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা