X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (ভিডিও)

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১২:২২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:২৪
image

স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচের মঞ্চে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচের মঞ্চে।

ট্রাম্প শিবিরের সমর্থক ও সহযোগীরা তিনটি বল ড্যান্স কনসার্টের আয়োজন করেন। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হয় ওয়াল্টার ই. ওয়াশিংটন কনভেনশন সেন্টারে। অপর অনুষ্ঠানটি ছিল সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের উদ্যোগে। যা অনুষ্ঠিত হয় ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে।  

নিজ দল ও মার্কিন সমাজে এক বিভক্ত পরিস্থিতিতে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। ট্রাম্পের মাঝে দিনভর প্রতিবাদ, বিক্ষোভ, আনুষ্ঠানিকতার ধকল একদমই দেখা যায়নি নাচের মঞ্চে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেনও ছিলেন মঞ্চে।

হার্ভি পিয়েরের সঙ্গে মিলে ফার্স্ট লেডি নিজেই নিজের ও ট্রাম্পের পোশাক তৈরি করেন। এই দম্পতি মঞ্চে ‘মাই ওয়ে’ গানের সঙ্গে নাচেন।

এক ফাঁকে ট্রাম্প তার সমর্থকদের জিজ্ঞেসও করে নেন, পুরনো টুইটার একাউন্টটি তার চালিয়ে যাওয়া উচিত হবে কিনা? সমর্থকরা ওই একাউন্টটি চালিয়ে যাওয়ারই অনুরোধ করেন ট্রাম্পকে।

নাচের মঞ্চে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আজ এক মহান দিন। যেসব লোকজন আমাকে তেমন একটা পছন্দ করেন না, তারাও বলছেন, আজ আমরা খুবই ভালো কাজ করেছি।’

বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তারা ঘৃণা প্রকাশ করছে। আমি তাদেরও সম্মান করি। আজকের জমায়েতটি ছিল অবিশ্বাস্য।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন ওয়াশিংটনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, সহিংসতা দমনে তারা পিপার স্প্রে ও অন্যান্য উপাদান ব্যবহার করেছে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্যমতে, অন্তত ২১৭ জনকে সহিংস বিক্ষোভের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও:

সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল। 

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ