X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সবজি বাজারে বোমা হামলা, নিহত ২০

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১৫:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৫:৪০
image

বোমা হামলায় কেঁপে উঠে কুররাম এজেন্সি পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার বিভাগে অবস্থিত কুররাম এজেন্সির এক সবজি বাজারে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত কুররাম এজেন্সি এলাকায় গত কয়েক বছর ধরেই তালেবান জঙ্গিদের অবাধ আনাগোনা রয়েছে। ২০১১ সালে উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘জারব-ই-আজাব’ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। তারপর থেকেই ক্রমাগত জঙ্গি হামলা চালানো হচ্ছে কুররাম এজেন্সি এলাকায়।

ঈদগাহ বাজারে ঘটা বিস্ফোরণে জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলায় দায়িত্ব স্বীকার করেনি।

ওই বোমা বিস্ফোরণের কিছু পরেই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তান সেনাবাহিনী। তারা পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা গেছে।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকরামুল্লাহ খান জানিয়েছেন, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ওই বিস্ফোরণটি ঘটানো হয়। বোমাটি একটি সবজির বাক্সে লুকানো ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

এক প্রত্যক্ষদর্শী আশিক খান বলেছেন, বোমা বিস্ফোরণের পর তিনি নিহতদের বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেছেন।

স্থানীয় হাসপাতালের ডাক্তার সাব্বির হোসেন জানিয়েছেন, অন্তত ১১ জন আহতের অবস্থা খুবই আশঙ্কাজনক।

উল্লেখ্য, তেহরিক-ই-তালেবানের জঙ্গি হামলায় বহুবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে চালানো জঙ্গি হামলায় অন্তত ১৩২ জন শিক্ষার্থী নিহত হয়েছিল।

সূত্র: ডন। 

/এসএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা