X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৯

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১১:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০০:৫০
image

দুর্ঘটনা কবলিত ট্রেন ভারতের অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইচ্যুত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৯ জন।  এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে কুনেরু স্টেশনের কাছে ভিজিয়ানাগারাম এলাকায় হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে যাচ্ছিল।

রাতেই রেলের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। চারটি রিলিফ ট্রেন এবং মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্তারাও। বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ভারতের পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র বলেন, ‘ট্রেনটির নয়টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন ছাড়া মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ ও একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।’ ট্রেনটিতে মোট ২২টি বগি ছিল।

মিশ্র আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ভিজিয়ানাগারাম ও রায়গড় এলাকার প্রশাসন উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

এই দুর্ঘটনায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অনীল সাক্সেনা। তিনি বলেছেন, ‘দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।’

উড়িষ্যার দক্ষিণাঞ্চলের রায়গড় এলাকার সাবকালেক্টর মুরালিধর সোয়াইন বলেন, ‘দুর্ঘটনায় আহতের সংখ্যা শতাধিক হতে পারে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত নভেম্বরে ভারতের উত্তর প্রদেশের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী নিহত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ভারতের রেল মন্ত্রণালয় এই দুর্ঘটনা ও উদ্ধার কাজের দিকে গভীরভাবে লক্ষ্য রাখছে।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি। 

/এসএ/

সম্পর্কিত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই