X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অভিষেক অনুষ্ঠানের ছবি নিয়ে মিডিয়া প্রতারণা করছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১২:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৪২
image

ওবামা আর ট্রাম্পের অভিষেক অনুষ্টানে রেঅকসমাগমের ছবি দিয়ে তুলনা করা হচ্ছিল
শপথগ্রহণ অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে সংবাদমাধ্যমগুলো প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, শপথগ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকসমাগমের পরও সংবাদমাধ্যমগুলো তা কম করে বলেছে। ছবি ও ভিডিও ফুটেজ ধারণের সময়ও প্রতারণা করে কম লোক দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ট্রাম্প। শনিবার ভার্জিনিয়ায় সিআইএ’র সদরদফতর পরিদর্শনে গিয়ে ট্রাম্প সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে লোকসমাগম নিয়ে সংবাদমাধ্যমগুলো মিথ্যা খবর প্রচার করেছে দাবি করে তিনি বলেন, ‘শুক্রবার ১৫ লাখের মতো মানুষ সেখানে উপস্থিত ছিল।’ এ সংখ্যাকে মিডিয়াগুলো আড়াই লাখ হিসেবে উল্লেখ করেছে বলে ক্ষোভ জানান ট্রাম্প।

তার দাবি, ওইদিন উপস্থিত লোকজনের সারি ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অবশ্য, সেদিন মিডিয়াগুলোর এরিয়াল শটে যে দৃশ্য দেখা গিয়েছিল তা ট্রাম্পের দাবির বিপরীত।

ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারও এক সংবাদ সম্মেলনে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন। তার অভিযোগ, ওইদিন সংবাদমাধ্যমগুলোতে বিশাল ও ফাঁকা জায়গা দেখিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ করা হয়েছিল। সংবাদমাধ্যমের এরিয়াল শটে ট্রাম্পের শপথ আর ওবামার প্রথম মেয়াদের শপথে লোকসমাগমের তুলনা করা হচ্ছিল।

শন স্পাইসার দাবি করেন ‘এবারের অভিষেক অনুষ্ঠানে মানুষের জমায়েত সবচেয়ে বেশি হয়েছে।’

তার অভিযোগ, ট্রাম্পের অনুষ্ঠানে লোকসমাগম কম দেখাতে সাজানো ছবি তুলেছে মিডিয়াগুলো।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন বিশ্বজুড়ে লাখ লাখ নারী বিক্ষোভ করেছেন। এর মধ্যে ওয়াশিংটনের ‘নারী পদযাত্রা’য় অংশগ্রহণ করেন অন্তত পাঁচ লাখ নারী। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন শহরে।  ‘নারী পদযাত্রা’ হলেও নতুন মার্কিন নেতার বিরুদ্ধে বিক্ষোভে পুরুষ, বৃদ্ধ, শিশু-কিশোররাও অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেন। আয়োজকরা বলছেন,‘এ বিক্ষোভ থেকে ট্রাম্পের প্রতি নিজেদের বার্তা পৌঁছে দেবেন অন্তত পাঁচ লাখ মার্কিন নারী।’ ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নিয়েছেন ক্যাটি পেরি, স্কারলেট জোহানসন,অ্যামি শুমার,প্যাট্রিসিয়া আরক্যুয়েট,এমা ওয়াটসনের মতো সেলিব্রিটিরাও। সূত্র: বিবিসি, সিএনএন

/এফইউ/

সম্পর্কিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
রাশিয়াকে ৭ হাজার কনটেইনার গোলাবারুদ সরবরাহ করেছে উ. কোরিয়া: সিউল
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই