X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ সাবেক সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১২:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৫৮
image

ট্রাম্প ও ব্রেনান সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ)-র সাবেক পরিচালক জন ব্রেনান।

শুক্রবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ট্রাম্প। শনিবার ভার্জিনিয়ায় সিআইএ সদর দফতরে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠান ও বিক্ষোভকারীদের যে ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে ‘ভুয়া’ উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করছেন। সাংবাদিকদের ‘অসৎ’ বলেও উল্লেখ করেন তিনি।  

ট্রাম্পের দাবি, ‘শুক্রবার ১৫ লাখের মতো মানুষ সেখানে উপস্থিত ছিল।’ এ সংখ্যাকে মিডিয়াগুলো আড়াই লাখ হিসেবে উল্লেখ করেছে বলে ক্ষোভ জানান ট্রাম্প। ছবি ও ভিডিও ফুটেজ ধারণের সময়ও প্রতারণা করে কম লোক দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের বক্তব্য সরাসরি প্রত্যক্ষ করা এক সিআইএ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, তার রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কথায় অনেকেই হতাশ হয়েছেন। ট্রাম্প বলেন, ‘এই কক্ষের কতজনই বা আমাকে ভোট দিয়েছেন।’

ওই সিআইএ কর্মকর্তা বলেন, ‘আমরা সেই অর্থে রাজনৈতিক নই। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি কিনা, এ নিয়ে প্রশ্ন তোলাটা খুবই আক্রমণাত্মক এবং প্রেসিডেন্টের এমন বক্তব্য অনাহুত।’

তবে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ট্রাম্পের এই বক্তব্য খুব একটা ভালোভাবে নেননি অনেক সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা।

সদ্যসাবেক সিআইএ প্রধান ব্রেনানের মুখপাত্র নিক শাপিরো এক বিবৃতিতে বলেন, ‘সিআইএ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের মনগড়া বিশ্লেষণে সাবেক সিআইএ পরিচালক ব্রেনান কষ্ট পেয়েছেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।’

সম্প্রতি বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পকে নির্বাচনে জয়ী করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল হ্যাক করে উইকিলিকসের কাছে তুলে দিয়েছে। তবে ওই তথ্যকে প্রথম থেকেই ‘সঠিক নয়’ বলে উল্লেখ করে আসছেন ট্রাম্প। তিনি ওই গোয়েন্দা প্রতিবেদনের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। গোয়েন্দা সংস্থা সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

গোয়েন্দাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দিনই সিআইএ সদর দফতরে গিয়ে বক্তব্য রাখেন। ট্রাম্প বলেন, তিনি এক হাজার শতাংশ নিশ্চিতভাবেই গোয়েন্দাদের সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও সিআইএ শক্তিশালী করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ ভাবেন না। আমি আপনাদের শ্রদ্ধা করি ও ভালোবাসি।’

সূত্র: সিএনএন। 

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি