X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাম্মেহ’র দেশত্যাগ, গাম্বিয়া সরকারের কোটি ডলার নিখোঁজের দাবি

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ১২:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১২:২৪

জাম্মেহ’র দেশত্যাগ, গাম্বিয়া সরকারের কোটি ডলার নিখোঁজের দাবি গাম্বিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ দেশত্যাগের পর দেশটির রাষ্ট্রীয় কোষাগার থেকে এক কোটি দশ লাখ ডলারের বেশি অর্থ নিখোঁজ হয়েছে। এমনটাই দাবি করছেন সেনেগালে নির্বাসিত থাকা নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো’র উপদেষ্টা মাই আহমেদ ফাত্তি। তিনি বলেছেন, আর্থিক বিশেষজ্ঞরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।

১৯৯৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ইয়াহিয়া জাম্মেহ। এরপর টানা ২২ বছর দেশটি শাসন করেন তিনি। সবশেষ গত ১ ডিসেম্বরের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ত্যাগে অস্বীকৃতি জানান ইয়াহিয়া জম্মেহ। এক পর্যায়ে সেনেগালের সেনাবাহিনীর আগ্রাসনের মুখে শনিবার তিনি গাম্বিয়া ছাড়তে বাধ্য হন। তবে দেশত্যাগের আগে একটি কানাডীয় কার্গো বিমানে বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।

পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক গ্রুপ ইকোওয়াস তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ইয়াহিয়া জাম্মেহ বিমানযোগে প্রথমে গিনিতে যান। সেখান থেকে তিনি ইকুটোরিয়াল গিনিতে পৌঁছান। এখানেই তিনি নির্বাসিত জীবন কাটাবেন।

এদিকে ইয়াহিয়া জাম্মেহ’র শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ট্রুথ কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আদামা বারো। বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

ট্রুথ কমিশন বলতে সাধারণভাবে আইনগতভাবে স্বীকৃত একটি কমিশনকে বুঝায় যা কাউকে অভিযুক্ত হওয়া থেকে অব্যাহতি বা দায়মুক্তি প্রদান করে। এই দায়মুক্তি এমন ব্যক্তিকে দেওয়া হয় যিনি স্বাভাবিক আইনে বিচারযোগ্য কোনও অপরাধে তার সংশ্লিষ্টতার কথা স্বেচ্ছায় প্রকাশ করেন।

বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের দেশে ফেরা নিয়েও কথা বলেন আদামা বারো। তিনি বলেন, আফ্রিকার আঞ্চলিক জোট 'ইকওয়াস'-এর নেতারা যখন মনে করবেন গাম্বিয়া তার জন্য নিরাপদ তখনই তিনি সেনেগাল থেকে দেশে ফিরবেন। অবশ্য এরইমধ্যে পশ্চিম আফ্রিকার সেনা সদস্যরা গাম্বিয়ার রাজধানী বান্জুলে প্রবেশ করেছে। তারা গাম্বিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট আদামা বারো’র দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছে।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আদামা বারো’র কাছে পরাজিত হন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইয়াহিয়া জম্মেহ জাম্মেহ। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপর রাজনৈতিক অস্থিরতার মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি সেনেগালের রাজধানী ডাকারে নিযুক্ত গাম্বিয়ার দূতাবাসে নিজ দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন আদামা বারো। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!